দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ রাত ৮ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটার হ্যান্ডেলে নতুন একটি ‘#’ ট্যাগ ট্রেন্ডএর সূচনা করেন, যার নাম #NewIndiaFitIndia। যার অর্থ নতুন ভারত তন্দরুস্ত ভারত। শুধু তাই নয় এই অনুষ্ঠানের বর্ণনার শুরুতেই প্রধানমন্ত্রী এমন একটি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন যা বুঝতে সকলকেই একবার অক্সফোর্ড শব্দকোষ খুঁজতে হচ্ছে। শব্দ টি হোলো ‘aficionado’। যার অর্থ ‘এমন একজন ব্যাক্তি যিনি প্রাজ্ঞ এবং কোনো একটি বিশেষ কাজের প্রতি নিষ্ঠাবান।’
প্রধানমন্ত্রী তাঁর এই ফিট ইন্ডিয়া অনুষ্ঠানের বিজ্ঞাপনে লিখেছেন যে আপনি কী আপনার শারিরীক সক্ষমতার প্রতি যত্নবান? আপনি কী আপনার দৈনন্দিন জীবনের কর্মসূচিতে শারিরীক কসরত কে অংশ করতে চান?
তাহলে আপনার জন্যে নিয়ে আসা হচ্ছে একটি বিশেষ ফিট ইন্ডিয়া আলোচনা পর্ব যেখানে থাকছে পুষ্টি, শারিরীক স্বাস্থ্য, মানসিক বিকাশ সংক্রান্ত আরও অনেক কিছু…..
আপনার সঙ্গে তাহলে দেখা হচ্ছে ২৪ তারিখ ঠিক দুপুর ১২ টায় #NewIndiaFitIndia
এই বিজ্ঞপ্তিতে একটি ছবি রয়েছে যেখানে প্রধানমন্ত্রী’র ছবি ছাড়াও ব্যক্তিগত ছবি সহ উল্লেখ করা রয়েছে ফিট ইন্ডিয়া ডায়ালগ অনুষ্ঠানে অংশগ্রহণ কারি মেন্টর দের নাম। তাঁরা হলেন বিরাট কোহলী, মিলিন্দ সোমান, রুজুতা ডিবেকর, স্বামী শিবধ্যানম স্বরস্বতী, মুকুল কান্তিকর, দেবেন্দ্র ঝাঝারিয়া, আফ্শান আশিক এবং আরও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে অনুষ্ঠানে মিলিত হওয়ার জন্যে www.mygov.in প্রবেশ করতে বলা রয়েছে। এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখতে পাওয়া যাবে www.pmindiawebcast.nic.in এ।
প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিরাট তাঁর টুইটে লিখেছেন “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া সংলাপের অংশ হতে পেরে আমি সম্মানিত, যেখানে আপনি আমাকে ফিটনেস এবং আরও অনেক বিষয়ে কথা বলতে দেখবেন এবং আপনিও কথা বলতে পারবেন। তোমাদের সাথে দেখা হবে! # নিউইন্ডিয়াফিট ইন্ডিয়া @ পিএমও ইন্ডিয়া। সেই সাথে তিনি প্রধানমন্ত্রীর সেই বিজ্ঞাপনটিও শেয়ার করেছেন।
উল্লেখ্য, বিরাট কোহলী এই মূহুর্তে আরব আমিরশাহীতে সস্ত্রীক আইপিএল ২০২০ ইভেন্টের জন্যে রয়েছেন। প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় এসেছে রয়াল চ্যালেঞ্জ ব্যাংগালরুর। অনেকেই বলছেন বিরাট এর সন্তান আসার খবরে তাঁর আইপিএল ভাগ্য এবার খুলে যাবে। এবারই হয়তো বহু প্রতীক্ষিত জয় আসবে আইপিএল এ। বৈশ্বিক করোনা মহামারী’র জন্যে এবারের আইপিএল পিছিয়ে গিয়েছে সেই সাথে একদম জনশূন্য মাঠেই খেলছেন সব দল।