33 C
Kolkata
Tuesday, September 26, 2023
More

    ‘ক্রিকেট জহুরি’ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স প্রয়াত

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স। চলতি ২০২০ আইপিএলে কমেন্ট্রি করার জন্য মুম্বাইয়ে ছিলেন তিনি। মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৯ বছর।

    উল্লেখ্য, বুধবার রাতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা হয় ডিন জোন্সের। সেখানে কুমালি আমিরুদ্দিন নামক এক টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারী লিখেছিলেন ‘অত্যন্ত বিরক্তিকর ধারাভাষ্যকার। মুখ দেখে মনে হয় খুব বিরক্তিজনক মানুষও। স্টার স্পোর্টসের যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাতিল করা উচিত। নাহলে আইপিএল ২০২০ মিউট করে দখতে হবে।’

    তবে বিষয়টা নিতান্ত মজার ছলেই নিয়েছিলেন এই প্রাক্তন অজি তারকা। তিনি সমালোচনাকারীকে সোশ্যাল মিডিয়াতেই পরামর্শ দেন যে, তাঁর টেলিভিশন সেট মিউট করেই খেলা দেখা উচিত। কারণ, খেলা দেখাটা জরুরি, ধারাভাষ্য নয়।

    এর পরেই রি-টুইটে জোন্স আরও লেখেন যে, ‘এটা জেনে অনন্দিত যে, তুমি খেলা দেখছ। শুধু মিউট বটনে চাপ দাও।’ তাঁর এক অনুরাগী এমন সমালোচনা অগ্রাহ্য করার পরামর্শ দিলে জোন্স খেলোয়াড়সুলভ মানসিকতায় লেখেন, ‘সব ঠিক আছে। নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা সবার আছে।’

    কিন্তু তখনও বোধহয় কেউ জানতেন না যে, পরের ম্যাচ থেকেই এই বিরক্তিকর মনে হওয়া কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে যাবে। সারা জীবনে কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন বহু। কিন্তু নেটপাড়ায় আক্ষেপ একটাই শেষ বেলায় এমন সমালোচনাকেই সঙ্গী করলেন ডিন জোন্স।

    তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করে স্টার স্পোর্টস একটি বিবৃতিতে জানিয়েছে যে আজ আচমকাই হার্ট অ্যাটাকে ডিন জোন্স প্রয়াত হয়েছেন। তাঁর দেহ অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গে তারা যোগাযোগ করেছেন।

    দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের উন্নয়নের জন্য, বিশেষত নতুন খেলোয়াড় নির্বাচন ও প্রসারের ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেছে স্টার।
    উল্লেখ্য, ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ডিন জোন্স। তাঁর ক্রিকেট কেরিয়ারে ৫২টি টেস্টে মোট ৩৬৩১ রান করেছেন জোন্স। গড় ৪৬.৫৫। যার মধ্যে ১১টি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে। টেস্ট ছাড়াও ওয়ানডেতেও তাঁর রেকর্ড অসাধারণ। ১৬৪টি ম্যাচে ৪৪.৬১-এর গড়ে তিনি ৬০৬৮ রান করেন। এর মধ্যে ছিল ৭টি শতরান ও ৪৬টি অর্ধ শতরান। মূলত: শর্ট রান নেওয়ার ক্ষেত্রে তাঁর পারদর্শিতা অনেক খেলোয়াড়কেই মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে। তাঁর এই হটাত্‍ মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...