ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটে এই প্রবাদবাক্য যে কতটা সঠিক তা আরও একবার হাঁড়ে হাঁড়ে টের পেলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। লোকেশ রাহুলের দাপুটে ব্যাটিংয়ের দৌলতে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ৯৭ রানে হারল আরসিবি। ৭৯ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন রাহুল। দুবার তাঁর ক্যাচ ফেলেন কোহলি। কিংসদের ইনিংস শেষ হয় ২০৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই শেষ আরসিবি।
প্রথমে কিছুটা ধরে খেলা শুরু করেন রাহুল। হাত সেট হয়ে যাওয়ার পর কাউকেই রেয়াত করেননি তিনি। কোনও বাজে শট খেলেনি। ক্রিকেটীয় শটে ২০০-র বেশি স্ট্রাইক রেটে। ১৪ টি চার ও ৭ টি ছয় দিয়ে সাজান তাঁর ইনিংস।
ইনিংসের শেষ ৩ ওভারে উঠল ৬০ রান। তার সিংহভাগই এল পঞ্জাব অধিনায়কের ব্যাট থেকেই। নইলে ১৮০ রানের কাছাকাছি থামাতে হত পঞ্জাবকে। তারওপর পাঞ্জাবের ছুঁডে় দেওয়া পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে বিরাট কোহলি এদিন ১ রানে আউট হন। ব্যর্থ হন বাকিরাও। ১৮ বলে মাত্র ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ফিঞ্চও বড় রকম করতে পারেননি। ২১ বলে ২০ করে আউট হন অজি অধিনায়ক। রবি বিশ্নোই ও মুরুগান অশ্বিন তিনটি করে উইকেট নেন। শেল্ডন কর্ট্রেল দুটি, মহম্মদ শামি ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট পান।