দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একেই বোধহয় বলে মরার ওপর খাঁড়ার ঘা। আই.পি.এলের শুরু থেকে এখন অবধি দু দুটি ম্যাচ খেলে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। কিন্তু এখনও গর্জে উঠতে পারেনি অধিনায়ক বিরাট কোহলির ব্যাট।
প্রথম ম্যাচে আর.সি.বির হারের খরা কাটলেও কাল আবার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখ থুবড়ে পড়ে তারা।সৌজন্যে মূলত ছিল কে. এল. রাহুলের অসামান্য শতরান। তবে সেই শতরানও সম্পূর্ণ হত না, যদি মোক্ষম সময়ে দু-দুটো ক্যাচ মিস না করতেন বিরাট কোহলি।
যদিও এ বিষয়ে কোনো সংশয় নেই যে কাল শুরু থেকেই ভাগ্য সাথ দেয়নি তাঁর। চার নম্বরে ব্যাটিং করতে নেমেও শেল্ডন কর্টেলের মাঝ পিচ থেকে লাফানো বলকে মিড উইকেটের উপর পুল মারতে গিয়ে রবি বিষনোইয়ের হাতে ধরা পড়ে যান তিনি। আর এরপরই মুখ থুবড়ে পড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
নিজের ব্যাটিং এবং পাঞ্জাবের বিরুদ্ধে ৯৭ রানের এত বড় হার নিয়ে চিন্তা তো ছিলই, উপরন্তু এবার অধিনায়ক কোহলিকে পড়তে হলো জরিমানার কবলে। গতকালকের ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার জন্য ম্যাচ-ফি থেকে ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে তাঁকে।
আই.পি.এল কমিটির তরফে জানানো হয়েছে,” যেহেতু এই মরশুমে তার দল প্রথমবার স্লো ওভার রেট বজায় রেখে আইপিএল কোড অফ কন্ডাক্টসের নিয়ম ভেঙেছে,তাই বিরাট কোহলির বিরুদ্ধে ১২ লাখ টাকা জরিমানা করা হলো।”