দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেটের মহারণ আইপিএলে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস।অর্থাৎ একদিকে অভিজ্ঞ অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে থাকবেন দিল্লির প্রতিভাবান তরুণ শ্রেয়স আইয়ার।
গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে কাগিসো রাবাডার অসাধারণ বোলিংয়ের সৌজন্যে সুপার ওভারে দুরন্ত জয় পেয়েছিল দিল্লি। অন্যদিকে চেন্নাই আজ নামছে তাদের তৃতীয় ম্যাচে। মুম্বাইয়ের বিরুদ্ধে অসাধারণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই তাদের জয়রথ থামিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যাল্স।
উল্লেখ্য,২১৬ রান তাড়া করতে নেমে ১৬ রানের এই হার যথেষ্ট চিন্তার কারণ হতে পারে ধোনিবাহিনীর কাছে। তার ওপর মুম্বাই ম্যাচে দুরন্ত ফর্মে থাকা অম্বতি রাইডুকে এই ম্যাচেও ফেরত পাবে না চেন্নাই। কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মতে হায়দ্রাবাদের বিরুদ্ধেই আবার দলে দেখা যাবে রাইডুকে। তাই চেন্নাই সুপার কিংসের একমাত্র বড় ভরসা এখন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসিস।
অবশ্য গত ম্যাচে শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনির মারা পরপর চারটি ছয়ও আশার সঞ্চার করেছে সি.এস.কে প্রেমীদের মনে। অনেকেই মনে করছেন ব্যাট হাতে পুরনো দিনের মতই আবার রক্ষাকর্তা হয়ে উঠতে পারেন তিনি। অন্যদিকে চিন্তার মেঘ রয়েছে দিল্লি শিবিরেও। তারকা ক্রিকেটার রিষভ পন্থ এখনো ফিরতে পারেননি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। স্বভাবসিদ্ধ ফর্মে নেই পৃথ্বী শ,সিমরন হেটমায়াররাও।
দিল্লির বড় ভরসা আগের দিন হিরো হয়ে ওঠা মার্কাস স্টয়নিস, কাগিসো রাবাডা এবং গোড়াপত্তনকারী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। হালকা চিন্তার অবকাশ রয়েছে রবিচন্দন অশ্বিনকে ঘিরেও।যদিও কাঁধের ছোট সারিয়ে এখন অনেকটাই প্রস্তুত তিনি, তবে আজকের ম্যাচেই তাকে ফেরত পাওয়া যাবে কিনা এখনো সে বিষয়ে কিছু জানায়নি দিল্লি টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে অবশ্য বিকল্প হিসেবে থাকতে পারেন আইপিএলের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারী লেগ স্পিনার অমিত মিশ্র।
আজকের ম্যাচ নিয়ে দুই তরফেই বেশকিছু চিন্তার অবকাশ যে রয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই। ধোনির দলেও রানের খরা কাটিয়ে উঠতে পারছেন না ওয়াটসন এবং মুরলী বিজয়ের মতো তারকারা। দিল্লি এবং পাঞ্জাবের গতম্যাচের কথা মাথায় রাখলে দুবাইয়ের পিচ শুরুর দিকে কিছুটা যে ফাস্টবোলিং সহায়ক তা বোঝা যায়। তবে এই পিচে প্রথম দিকে ধরে খেলতে পারলে শেষের দিকে রান তোলা যে অসম্ভব নয়, তা গত দিন ভালই বুঝিয়ে দিয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। এ কথা মাথায় রেখেই আজ খেলতে হবে দুটি দলকে।
আজ সি.এস.কের জন্য আজ ট্রাম্পকার্ড হয়ে উঠতে পারেন ফ্যাফ ডুপ্লেসিস এবং দিল্লির জন্য ট্রাম্পকার্ড হয়ে উঠতে পারেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। কার্যত শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল): শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক), রিষভ পন্থ (উইকেট কিপার), মার্কাস স্টয়নিস,আক্সর প্যাটেল, রবীচন্দন অশ্বিন/অমিত মিশ্র, কাগিসো রাবাদা অনরিখ নকিয়া,মোহিত শর্মা।
চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল): মুরলী বিজয়, শ্যেন ওয়াটসন,ফ্যাফ ডুপ্লেসিস, ঋতুরাজ গায়কোয়ার্ড,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক), স্যাম কুরান,কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, দীপক চাহার,লুঙ্গি এঙ্গিডি।