দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার লালবাজারের গোয়েন্দারা খবর পান শহরের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে ক্রিকেট বেটিং চক্র। সূত্রের খবর অনুসরণ করে কলকাতার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট ৯ জনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। রাতভর চলে এই তল্লাশি অভিযান। বেশ কয়েকটি বাড়ি, গেস্ট হাউস, হোটেলে চলছিল এই বেটিং।
সূত্রের খবর প্রথমে পার্কস্ট্রিট এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তাদের থেকে উদ্ধার করা হয় মোবাইল ও ল্যাপটপ। এদেরকেই জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কলকাতার বড়তলা, মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট, যাদবপুর থানার বেশ কয়েকটি গেস্ট হাউস ও বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের কাছ থেকে ১৭টি মোবাইল, ১৪টি ল্যাপটপ, তিনটি টিভি, একটি গাড়ি ও মোট দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এই বেটিং চক্রের জাল আরও গভীর বলেই মনে করছেন গোয়েন্দারা। পুলিশ মনে করছে দিল্লী, মুম্বাইয়ের মতো শহরের সঙ্গেও যোগাযোগ আছে ধৃতদের। বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে কাজ চালাতেন ধৃতরা। এমনটাই অভিযোগ। যদিও এদের সঙ্গে কোনও আন্তর্জাতিক চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখতে চাইছে কলকাতা পুলিশ।