দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পরপর দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিট্যালস। একইসঙ্গে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো তারা। এদিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।শুরুর দিকে দুবাইয়ের পিচে থমকে আসা বল বোলারদের জন্য সহায়ক হয় সবসময়ই। তবে সাবধানি শুরু করেন দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ।
যদিও ম্যাচের শুরুতেই দীপক চাহারের দ্বিতীয় বলে আম্পায়ারের সিদ্ধান্ত কে ঘিরে বিতর্ক তৈরি হয়। কারণ স্নিকো মিটার অনুযায়ী উইকেটকিপার ধোনির তালুবন্দী করা এই বলটিতে ব্যাটের ইনসাইড এজ লেগেছিল পৃথ্বীর।কিন্তু আউট দেননি আম্পায়ার। এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি পৃথ্বীকে।
শিখর ধাওয়ানের সঙ্গে গড়া ৯৪ রানের অনবদ্য পার্টনারশিপ সোজাসুজি চালকের আসনে বসিয়ে দেয় দিল্লিকে। মাত্র ৪৩ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। শিখরের সংগ্রহ ২৭ বলে ৩৫ রান। বহুদিন বাদে দায়িত্বশীল ভাবে খেলে ম্যাচ ফিনিশ করেন উইকেটকিপার রিষভ পন্থ। তার ২৫ বলে ৬ টি চারের সাহায্যে গড়ে তোলা ৩৭ রানের ইনিংসের ওপর ভর করেই ৩ উইকেট হারিয়ে ১৭৫ রানের বিশালাকার লক্ষ্যমাত্রা খাড়া করে দিল্লি ক্যাপিটালস।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে শুরু করে চেন্নাই। আবারও ব্যর্থ ওয়াটসন এবং মুরলী বিজয়। অম্বতি রাইডুর অভাবও রীতিমতো ভোগাতে শুরু করে তাদের। মিডিল অডারে একমাত্র ফ্যাফ ডুপ্লেসিসের ৩৫ বলে গড়ে তোলা ৪৩ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেননি কেউই। ব্যর্থ তরুণ প্রতিভাবান খেলোয়াড় ঋতুরাজ গায়কোয়াড়ও।কেদার যাদবের ২৬ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বিশাল আকার ১৭৫ রানের লক্ষ্যমাত্রা পার করতে তা মোটেই যথেষ্ট ছিল না। ব্যাট হাতে এদিন ব্যর্থ অধিনায়ক ধোনিও।
অন্যদিকে দুরন্ত বোলিং সবসময়ই স্ট্রং পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের।আজও তার ব্যতিক্রম ঘটেনি। অশ্বিনের অভাবও ভালোভাবেই পূরণ করতে পেরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। এরপর কাগিসো রাবাডা আর অনরিখ নোকিয়াতো ছিলেনই। নিজের নির্ধারিত ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে আজ রাবাডা তুলে নেন তিনটি উইকেট। যার মধ্যে ছিলেন ডুপ্লেসিস, ধোনি ও জাদেজা।
নিজের নির্ধারিত ৪ ওভারে ২১ রান দিয়ে মুরলী বিজয় এবং কেদার যাদবের উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের কোমর ভেঙে দেন নোকিয়া। ফলে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করতে পারে চেন্নাই এবং ৪৪ রানের বড় হারের সম্মুখীন হতে হয় ধোনির দলকে।
আগামী দিনে নেট রান রেটের ক্ষেত্রেও এই হার প্রভাব ফেলবে চেন্নাইয়ের লিগ টেবিলে। ৩ ম্যাচ খেলে আপাতত তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। পয়েন্টস টেবিলে এখন তারা রয়েছে পঞ্চম স্থানে। আগামী দিনে কিভাবে এই পয়েন্টস টেবিলে উপরের দিকে উঠে আসে চেন্নাই সেটাই এখন দেখার।