দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :আইপিএলের কুরুক্ষেত্রে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজেস হায়দ্রাবাদ। নিজেদের প্রথম ম্যাচে হারের সম্মুখীন হয়েছে দুই দলই। লীগ টেবিলেও তাদের অবস্থান এখন সবার নিচে। তাই এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে দুই তরফেই যে মরিয়া লড়াই হবে, এ নিয়ে কোন সন্দেহ নেই। নিজেদের প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১০ রানে হেরেছিল হায়দ্রাবাদ আর আর মুম্বাইয়ের বিরুদ্ধে কে.কে.আর হেরে ছিল ৪৯ রানের বড় মার্জিনে।তাই দুই শিবিরেই ঘনাচ্ছে চিন্তার মেঘ।
হায়দ্রাবাদের ক্ষেত্রে চিন্তার বড় কারন তাদের ফর্মে না থাকা মিডল অর্ডার। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার গতদিন আউট হয়ে যান দুর্ভাগ্যবশত। আর জনি বেয়ারস্টোর ৬৪ রানের ঝকঝকে ইনিংস তার দুরন্ত ফর্মেরই ইঙ্গিত দেয়। আগের দিন রান পেয়েছিলেন মনিশ পান্ডেও।কিন্তু এরপর থেকেই শুরু হয় সমস্যা।মিডল অর্ডারে বিজয় শংকর, প্রিয়ম গর্গ অভিষেক শর্মার কাছে সেই অভিজ্ঞতা নেই যে তারা ১৬৩ রান তাড়া করে জয় এনে দিতে পারবেন দলকে। অনেকে সেই কারণেই ক্যেন উইলিয়ামসন বা মহম্মদ নাবিকে দেখতে চান চোট আক্রান্ত মিচেল মার্শের জায়গায়।
অন্যদিকে কলকাতার সমস্যা অবশ্য আরও গভীর। মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের ৪৯ রানে হারের একটি বড় কারণ অধিনায়ক দীনেশ কার্তিকের অনেকগুলো ভুল সিদ্ধান্ত। বোলিংয়ের ক্ষেত্রে শিবম মাভি এবং সুনীল নারায়ণ ভালো ফর্মে থাকলেও গতদিন তুরুপের এক্কা প্যাট কামিন্সকে যেভাবে ব্যবহার করেছেন কার্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে আগের দিন নিজের নির্ধারিত ৪ ওভারে যথেষ্ট বেশি রান খরচ করে ফেলেছেন কুলদীপ যাদব। তাছাড়া আন্দ্রে রাসেলকেও ব্যাটিং করতে পাঠানো হয়েছে অনেক পরে। আর সেই কারণেই চাপের মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়েছে কে.কে.আর। অন্যদিকে ইয়ন মর্গানের খারাপ ফর্মও ভাবাচ্ছে তাদের। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফর্ম তো খারাপ ছিলই আগের দিনও ক্রিজে সেভাবে স্বচ্ছন্দ হতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি তারকা। সব মিলিয়ে যথেষ্ট চিন্তার অবকাশ রয়েছে কে.কে.আর শিবিরে।অধিনায়কত্বের প্রতিও আরও একটু বেশি মনোযোগ দিতে হবে দীনেশ কার্তিককে। তবেই আবার হয়তো আইপিএল জয়ের স্বপ্ন দেখতে পারবে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল)ঃ শুভমান গিল, সুনীল নারায়ন, দীনেশ কার্তিক(উইকেটকিপার ও অধিনায়ক ), নিতীশ রানা,ইয়ন মর্গান,আন্দ্রে রাসেল, নিখিল নায়েক, প্যাট কামিন্স,শিবম মাভি, সন্দীপ ওয়ারিয়র,কুলদীপ যাদব।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল )ঃ জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন/মহম্মদ নাবি,মনিশ পান্ডে, বিজয় শংকর, অভিষেক শর্মা প্রিয়ম গর্গ,রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি. নটরাজন,সন্দীপ শর্মা।