দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মায়াঙ্ক-রাহুলের দুরন্ত ব্যাটিং’এ চালকের আসনে কিংস ইলেভেন পাঞ্জাব। IPL’এর শুরু থেকেই ভাল ফর্মে ছিলেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু ওপেনিংয়ে ক্রিস গেইলের সঠিক পরিবর্ত হতে পারবেন কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। আজ যেন সেই সমালোচনারই জবাব দিলেন তিনি।
আজ টসে জিতলেও পাঞ্জাবকে ব্যাটিং করতে পাঠান স্মিথ। সেই সুযোগের যোগ্য ফায়দা তোলেন অধিনায়ক রাহুল এবং মায়াঙ্ক। মাত্র ৫০ বলে ১০ টি চার ও ৭ টি ছয়ের সাহায্যে নিজের IPL কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন মায়াঙ্ক। বিধ্বংসী ১০৬ রানের এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২১২।
ক্রিস গেইলের অভাব আজ একেবারেই অনুভব করতে দেননি তিনি। অন্যদিকে অধিনায়ক রাহুল আজও একইরকম ধারাবাহিকতা বজায় রাখেন। ৫৪ বলে ৭ টি চার ও ১ টি চার সহযোগে তার সংগ্রহ ৬৯ রান। আজ তাদের এই জোড়া ইনিংস ছিল পাঞ্জাবের ব্যাটিংয়ের এক অসাধারণ প্রদর্শনী।
মূলত: মাঠের চারদিকেই দুরন্ত শট খেলেন তারা। তাদের এই অসাধারণ ১৮৩ রানের পার্টনারশিপের দৌলতেই দু উইকেটে ২২৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে কিংস ইলেভেন পাঞ্জাব। শারজার পিচ যে ব্যাটিং প্যারাডাইস তা টসের আগেই জানিয়েছিলেন কেলভিন পিটারসনের মত বিশেষজ্ঞরা। যে কারণেই ওই পিচে জোফরা আর্চারের মত বোলারকেও আজ অতি সাধারণ দেখিয়েছে। আরও একটি প্রত্যক্ষ কারণ অবশ্যই রাহুল এবং মায়াঙ্কের দক্ষ ব্যাটিং।