দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শারজার পিচে দুরন্ত ব্যাটিং এর ইতিহাস গড়লেন রাহুল ও ময়ঙ্ক। ডাগআউটে ক্রিস গেইল থাকা সত্ত্বেও মায়ানক আগারওয়াল এর উপরেই ভরসা দেখিয়েছিলেন অধিনায়ক কে এল রাহুল এবং টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে সমালোচনাও হয়েছিল অনেক। অনেকেই বলেছিলেন ক্রিস গেইলকে ওপেনিংয়ে আর আগরওয়ালকে তিন নম্বরে খেলাক দল। আজ এই সমস্ত সমালোচনারই যেন যোগ্য জবাব দিলেন ময়ঙ্ক আগরওয়াল।
অধিনায়ক কে এল রাহুলকে সাথে নিয়ে দুরন্ত ১৮৩ রানের পার্টনারশিপ গড়ে IPL’এর মঞ্চে ইতিহাস গড়লেন দুজনে। আই.পি.এল ইতিহাসের সর্বোচ্চ প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে যা লেখা রইল সোনার অক্ষরে।
যদিও আইপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পার্টনারশিপ নয়। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ২০২ রানের পার্টনারশিপের রেকর্ড তৈরি করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট এবং শ্যন মার্শ। তবে ওপেনিং পার্টনারশিপের ক্ষেত্রে সর্বোচ্চস্থানে রয়েছে রাহুল এবং ময়ঙ্কের এই ১৮৩ রানের পার্টনারশিপটি।
আজ এই পার্টনারশিপে সাতটি ছয় ও দশটি চারের সাহায্যে ময়ঙ্ক একাই করেন ১০৬ রান।অধিনায়ক রাহুল যোগ করেছিলেন ৬৮ রান। মূলত: তাদের এই পার্টনারশিপের দৌলতেই রাজস্থানের সামনে ২ উইকেট হারিয়ে ২২৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে কিংস ইলেভেন পাঞ্জাব।