দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ আইপিএল এ ময়ঙ্ক যদি ব্যাটে আগুন ঝরিয়ে থাকে তাহলে ফীল্ডএ আগুন পাখি ‘ফিনিক্স’ এর ছ্বি চোখে ভাসিয়ে তুললেন নিকোলাস পুরান। আজ তাঁর এই উড়ন্ত বাজের মত ছয় এর সেভ, শুধু আইপিএলের ইতিহাসেই নয়, ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফিল্ডিং! আর এই দাবি করেছেন দীর্ঘ আড়াই দশক আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো কিংবদন্তি ক্রিকেট ‘ঈশ্বর’ শচীন রমেশ তেন্ডুলকর। আজ টুইটারে শচীন উচ্ছসিত হয়ে লেখেন, “এমন সেভ জীবনে আগে কখনও দেখেননি। এক কথায় অসাধারণ!”
তবে প্রশংসার এই সারিতে শুধু মাস্টার ব্লাস্টারই নয়, খেলা চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় কেভিন পিটারসনের প্রাথমিক প্রতিক্রিয়াও ছিল শচীনের সমগোত্রীয়। এটাও তাঁর চোখে দেখা সর্বকালের সেরা সেভ।
আজ শারজায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ম্যাচে’র দ্বিতীয় ইনিংসে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় নিকোলাস পুরান যেভাবে সঞ্জু স্যামসনের একটি ছক্কা বাঁচালেন, তা দর্শক থেকে বিশেষজ্ঞ সবার মুখে রা টি কাড়তে দিলে না। এক কথায় দরাজ সার্টিফিকেটও পেল কিংবদন্তিদের।
ঘটনাটি ঘটে ইনিংসের অষ্টম ওভারে মুরুগান অশ্বিনের তৃতীয় বলে। সেই সময়ে স্যামসনের নেওয়া একটি উড়ন্ত শটে নিশ্চিতভাবেই ছক্কার নাম লেখা ছিল। পুরান সেই সময়ে বাউন্ডারির ভেতর থেকেই দাগ লাইনের বাইরের দিকে শূন্য শরীর ছুঁড়ে বলটিকে তালুবন্দি করা মাত্রই তা আবার মাঠের মধ্যে ছুঁড়ে দেন। পুরান যদি ক্যাচ নিতেন, তাহলে স্যামসনের খাতায় যোগ হতো ছয় রান। কিন্তু এই ক্যারিবিয়ান তারকা অত্যন্ত বুদ্ধিমানের মতো শুধু মাত্র ছয় বাঁচানোর চেষ্টাই করেন।
স্যামসন সেই বলে ২ রান সংগ্রহ করলেও দলের জন্য চার রান বাঁচিয়ে দেন পুরান, সেই সাথে এবারের IPL এ একটি দৃষ্টিনন্দন সেভ এর ছবি উপহার দিলেন। উল্লেখ্য, পুরান কিন্তু উইকেটকিপার। যেহেতু লোকেশ রাহুল উইকেটকিপিং করছেন তাই এবারের আইপিএলে তাঁকে আউটফিল্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে। আর উইকেটকিপার বলেই কী নিকোলাস আজ ‘বাজ’ পুরান?