দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগেই তিনি কিপিং গ্লাভস হাতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। উইমেনস ওয়ার্ল্ড কাপেই অস্ট্রেলিয়ান এই উইকেটকিপার কে চিনে নিয়েছিল সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী দর্শক। আজ সেই এলিসা হিলি ভেঙে দিলেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে খেলা ৯৮ টি ম্যাচে ৯১ টি স্টাম্পিংয়ের রেকর্ড ছিল ধোনির। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্রিসবেনের অ্যালেন বর্ডার গ্রাউন্ডে টি-টোয়েন্টি খেলতে নেমে সেই রেকর্ড ভেঙে দেন হিলি। জর্জিয়া ওয়ারহামের বলে হিলির ৯২ তম স্ট্যাম্পিংয়ের শিকার হন নিউজিল্যান্ডের ক্রিকেটার অ্যামি স্যাটার্থওয়েট।
আজকের ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই উইকেটটি। কারণ নিউজিল্যান্ডের হয়ে ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই অ্যামি’ই।
এই স্টাম্পিংয়ের পর বর্তমানে হিলির সংগ্রহ ১১৪ টি ম্যাচে মোট ৯২ টি স্টাম্পিং।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়ে বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন ধোনি। আর অন্যদিকে তাঁরই প্রতিবিম্ব এলিসা হিলিকে এরপর দেখা যাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে।
আজকের এই ম্যাচে শুধু রেকর্ড ব্রেকিং স্টাম্পিংই নয়, ১৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসও খেলেন হিলি। আগামীদিনে তাঁর নজরকাড়া আসন্ন ইনিংসের দিকেই নজর গোটা ক্রিকেটপ্রেমী বিশ্ব’র।