দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রোহিতদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বড় রানের লক্ষ্য। আজ দুবাইয়ের ময়দানে মুম্বাই ও ব্যাঙ্গালোরের মুখোমুখি ডুয়েলে টসে জিতে কোহলিদের ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত। এখন সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যেতে পারে মুম্বাইয়ের কাছে।
শারজার মত ছোট মাঠ নয় দুবাই। পাটা পিচ হলেও দুবাইয়ের বড় মাঠে ২০২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতা যথেষ্ট কঠিন। প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে আজ ২০১ রান তোলে ব্যাঙ্গালোর। অধিনায়ক বিরাট কোহলি ব্যর্থ হলেও অ্যারন ফিঞ্চ, দেবদূত পাডিক্কল, এবি ডিভিলিয়ার্স, শিবম দুবেরা আজ আর কোনভাবেই ব্যাটিং ধ্বস নামতে দেননি। ওপেনিং পার্টনারশিপও ছিল যথেষ্ট ভালো। শুরুতেই দু’দুটো ক্যাচ মিস হবার পর এক অন্য অ্যারন ফিঞ্চকে দেখা গেল দুবাইয়ের ময়দানে।
মাত্র ৩৫ বলে ৭ টি চার ও ১ টি ছয় দিয়ে সাজানো ফিঞ্চ’এর ৫২ রানের ইনিংস বুঝিয়ে দিল কতটা গুরুতর হতে পারে দুটি ক্যাচ মিস। তরুণ দেবদূত আজও ছিলেন একইরকম সক্রিয়। প্রথমদিকে সাবধানী ইনিংস খেলে ফিঞ্চের সাথে ৮১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। পরে ডিভিলিয়ার্স এর সাথে দ্রুতগতিতে রান তোলার সময়ও একই রকম স্বচ্ছন্দ দেখা যায় তাকে।
৫ টি চার ও ২ টি ছয় সহযোগে ৪০ বলে আজ তার সংগ্রহ ৫৪ রান।এ পর্যন্ত মোটামুটি সব ঠিকঠাকই ছিল তবে তফাৎ গড়ে দেন এবি ডিভিলিয়ার্স। মাত্র ২৪ বলে ৪ টি ছয় ও ৪ টি চার সহযোগে যে অপূর্ব ৫৫ রানের ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২০১ রানের লক্ষ্যমাত্রা পৌঁছে দিতে তাঁর গুরুত্ব অপরিসীম।
একইসঙ্গে বলতে হয় শিবম দুবের কথাও মাত্র ১০ বলে ৩ টি ছয় ও ১ টি চার সহযোগে তার সংগ্রহ ২৭ রান। মনে রাখতে হবে মুম্বাইয়ের বোলিং আক্রমণ আইপিএলের অন্যতম সেরা বোলিং আক্রমণ গুলির মধ্যে একটি। যশপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসনের মত বোলারদের আজ যেভাবে অবলীলায় ছয় চার মেরেছেন ডিভিলিয়ার্স, শিবম এবং দেবদূতরা তা সত্যিই অনবদ্য। এত বড় লক্ষ্য সামনে নিয়ে মুম্বাই শেষ হাসি হাসতে পারবে কিনা সেটাই এখন দেখার। শেষ পাওয়া খবর অনুযায়ী ৬.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে তারা।