দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :আইপিএলের তদারকি করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে কলকাতা ফিরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের আইএসএলে যোগ দেওয়া নিয়ে উচ্ছাস প্রকাশ করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। প্রসঙ্গত: এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর পদে থেকেও করোনার মধ্যেই লাল হলুদের ইনভেস্টর পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিশেষ উদ্দ্যোগ নিয়েছিলেন বাংলার মহারাজ। ইস্টবেঙ্গল কর্মকর্তারা বিবৃতি দিয়ে তা স্বীকারও করে নেন।
রবিবার এফএসডিএল চেয়ারপার্সন নিতা আম্বানি প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেন এ মরশুমে আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “এটা দারুন খবর আমি ছিলাম আমি জানি। ইস্টবেঙ্গল-মোহনবাগান আইএসএল খেলবেনা এটা হতে পারেনা। তারা সম্ভবতঃ ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় দুটো দল। আমি খুব খুশি ইস্টবেঙ্গল খেলছে।
এটিকে- মোহনবাগান আর ইস্টবেঙ্গল যখন একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে তখন দারুন হবে। বিশেষ করে ফুটবল প্রেমীদের জন্য।” এই দুই দলের খেলাকে আইএসএল-র মার্কি গেম বলে মনে করেন মহারাজ তিনি আরও বলেন, “সমস্ত টুর্নামেন্টে একটা করে মার্কি ম্যাচ থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে যেমন ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ঠিক তেমনি আইপিএলে সিএসকে- মুম্বই ইন্ডিয়ান্স। এবার আইএসএলেও এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ হতে চলেছে মার্কি গেম।”