দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত রাতে মুম্বাই এবং ব্যাঙ্গালোরের ম্যাচে অবিস্মরনীয় ইনিংস খেলে মুম্বাইকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ঈশান কিশান এবং কিরণ পোলার্ড। ২০২ রান তাড়া করতে নেমে প্রথমেই রোহিত শর্মা কুইন্টন ডিকক এবং সূর্য কুমার যাদবের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বাই। তরুণ খেলোয়ার ইশান কিশান যখন ক্রিজে আসেন জয়ের সরণি থেকে তখন বহু দূরে মুম্বাই ইন্ডিয়ান্স।
সেই বিরুদ্ধ পরিস্থিতি থেকে মাত্র ৫৫ বলে ৯৯ রানের অসামান্য ইনিংস খেলে ব্যাঙ্গালোরের মুখ থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে চলে যান ঈশান কিশান। ১৭০ স্ট্রাইক রেটে ৯ টি ছয় ২ টি চার দিয়ে এই বিস্ময়কর ইনিংসটিকে সাজিয়ে তোলেন তিনি। চাহাল, অ্যাডাম জাম্পার মত বোলারদেরও কাল অতিসাধারণ মনে হয়েছিল তার সামনে।
আর এই অসাধারণ পার্টনারশিপে তার সঙ্গী ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর সবচেয়ে নির্ভরযোগ্য ওয়েস্ট ইন্ডিয়ান তারকা কিরণ পোলার্ড।


বহুদিন তার এমন ফর্ম দেখেনি মুম্বাই। মাত্র ২৪ বলে ২৫০ স্ট্রাইক রেট বজায় রেখে তিনি যোগ করেন ৬০ রান। শেষ ওভারে জয়ের জন্য যখন আর মাত্র ৫ রান দরকার তখনই ইসরু উদানার বলে বড় শট নিতে গিয়ে সীমানার ধারে ক্যাচ দিয়ে বসেন ঈশান কিশান। কিন্তু তাও মাথা ঠান্ডা রেখে ছিলেন পোলার্ড। শেষ বলে চার মেরে মুম্বাইকে ২০১ রানের লক্ষ্যে পৌঁছে দেন তিনি।
যদিও শেষ রক্ষা হয়নি সুপার ওভারে ম্যাচ জিতে নিয়েছে বিরাটের দল। কিন্তু ঈশান কিশান এবং কিরণ পোলার্ডের এই অসাধারণ ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকার। ম্যাচের পরেই ট্যুইট করে তিনি লেখেন “SPEECHLESS” সত্যিই বাকরুদ্ধ করা ইনিংস খেলেছেন দুজনেই। তবে ঈশান কিশানের মতো তরুণ ক্রিকেটারের কাছে ক্রিকেটের ভগবান শচীনের এই প্রশংসা সত্যিই বড় পাওনা।