দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ আইপিএলের কুরুক্ষেত্রে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজেস হায়দ্রাবাদ। আবুধাবির মন্থর পিচে টসে জিতে হায়দ্রাবাদকেই প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। দিল্লির বোলিং আক্রমণ আইপিএলে সর্বজনবিদিত। সেই বোলিং কেই আরেকবার হাতিয়ার করতে চেয়েছিলেন শ্রেয়স।
অবশ্য শুরুটা আজ ভালোই করেছিল সানরাইজেস। গত দুই ম্যাচের মতো হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আজ তাড়াতাড়ি ফেরত পাঠাতে পারেনি দিল্লি। আজ ক্রিজে তিনি বিচরণ করেছেন স্বকীয় ভঙ্গিমায়। অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্রের বলে রিভার্সসুইপ খেলতে গিয়ে আউট হবার আগ পর্যন্ত মাত্র ৩৩ বলে ৩ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৪৫ রান করেন তিনি।
তবে উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে আজ তেমন স্বচ্ছন্দ মনে হয়নি। মন্থর গতির পিচে নিজেকে মানিয়ে নিতে বেশ কিছুটা অসুবিধাই হয়েছে তাঁর। ৪৮ টি বল খেলেও আজ তার সংগ্রহ মাত্র ৫৩ রান। অন্যদিন যেভাবে অনায়াসে বড় শট নিয়ে দ্রুতগতিতে রান তোলেন তিনি, আজ সেই স্বচ্ছন্দ খেলা একেবারেই চোখে পড়েনি।
অবশ্য এর জন্যে তারিফ করতে হবে দিল্লির বোলারদেরও। কাগিসো রাবাডা, মার্কাস স্টয়নিস, ইশান্ত শর্মা, আক্সার প্যাটেল এবং অমিত মিশ্ররা আর যে ভাবে বেঁধে রেখেছিলেন ব্যাটসম্যানদের তা সত্যিই অনবদ্য। দুটি করে উইকেটও তুলে নেন অমিত মিশ্র এবং কগিসো রাবাডা। হায়দ্রাবাদ হয়তো ৪ উইকেটের বিনিময়ে ১৬১ রানের লক্ষ্যমাত্রাতেও পৌঁছাতে পারতো না যদি না গত দু ম্যাচে ডাগআউটে বসে থাকা কেন উইলিয়ামসন মাত্র ২৬ বলে ৪১ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিতেন।
৫ টি অসাধারণ চার দিয়ে দক্ষতার সাথে আজ যেভাবে ইনিংসটি সাজিয়েছেন তিনি তা সত্যিই মন জয় করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। এর আগে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছিলেন কেনো কেন উইলিয়ামসানের মত ব্যাটসম্যানকে হায়দ্রাবাদ দলের বাইরে রাখা হয়েছে। সেই প্রশ্ন যে কতখানি যুক্তিযুক্ত তা আজ আরেকবার প্রমান করলেন তিনি।
যদিও আবুধাবির মন্থর পিচে এই স্কোর যথেষ্ট লড়াকু। ভুবনেশ্বর কুমারে স্লোয়ার ডেলিভারী আর রশিদ খানের ঘূর্ণি বল যদি আজ ঠিকঠাক এগয় তাহলে হয়তো এবারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ।