দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ আবুধাবিতে আইপিএলের ১৩ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের শক্তিধর দলগুলির তালিকায় নাম রয়েছে দুজনেরই। একদিকে যেমন পাঞ্জাব দলে জীবনের সেরা ফর্মে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল এবং তার যোগ্য সঙ্গত দিচ্ছেন অধিনায়ক কে এল রাহুল।
অন্যদিকে তেমনি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকেও এসেছে দুরন্ত অর্ধশত রান। শুধু তাই নয় গত ম্যাচে যেভাবে মরা ম্যাচকে বাঁচিয়ে তুলেছিলেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিশান এবং ওয়েস্টইন্ডিয়ান তারকা কিরণ পোলার্ড তাতে মুম্বাইয়ের দলগত ভারসাম্য যে কতটা অসাধারণ তা বুঝে নিতে কোন অসুবিধা হয় না। বোলিংয়ের ক্ষেত্রেও ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন এবং যশপ্রীত বুমরাহের ত্রিফলা আক্রমণ যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন করবে পাঞ্জাবের ব্যাটসম্যানদের।
পাঞ্জাবের ব্যাটিং যে ক্রিকেটের ভাষায় ‘টপ-হেভি’ এ নিয়ে কোন সন্দেহ নেই। সেক্ষেত্রে কে এল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালকে যদি তাড়াতাড়ি সাজঘরে ফেরাতে পারে মুম্বাই তাহলে বড় রান খাড়া করতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হতে পারে কিংস ইলেভেন পাঞ্জাবকে। কারন তাদের মিডিল অর্ডার এখনো সেভাবে পরীক্ষিত নয়। অন্যদিকে বোলিং নিয়েও বেশ চিন্তার অবকাশ রয়েছে পাঞ্জাব শিবিরে।
মহম্মদ শামি অসাধারণ ফর্মে থাকলেও গত ম্যাচে রাজস্থানের সামনে ২২৩ রান তুলেও জিততে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিয়ান তারকা শেল্ডন কর্টেলও রাহুল তেওয়াটিয়ার বিধ্বংসী ইনিংসের শিকার হয়েছেন।যার ফলে তার আত্মবিশ্বাস এখন অনেকটাই তলানিতে। স্পিন বিভাগে অবশ্য যথেষ্ট আশা জাগাচ্ছেন তরুন লেগ স্পিনার রবি বিশনোই এবং মুরুগ্যান অশ্বিন। সবদিক বিচার করে দেখলে কাগজে-কলমে হয়ত বেশ কিছুটা এগিয়ে রাখতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
তবে ক্রিকেট যেহেতু একটি চুড়ান্ত অনিশ্চয়তার খেলা তাই আগে থেকে কিছুই বলা যায় না। তাছাড়া অধিনায়ক কে এল রাহুল যেভাবে দায়িত্বশীলতার সাথে দলকে এগিয়ে নিয়ে চলেছেন, তাতে আবুধাবির মাঠে নিশ্চয়ই কিস্তিমাত হতে পারে মুম্বাইয়ের। তবে চারবার আইপিএল জয়ী অধিনায়ক রোহিতও ভালই জানেন বিরুদ্ধ পরিস্থিতি থেকে কিভাবে জয় ছিনিয়ে নিতে হয়। তাই রোহিত-রাহুলের এই ডুয়েল টানটান উত্তেজনাকর হবে তা বলাই বাহুল্য।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল):
রোহিত শর্মা (অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেট কিপার),সূর্য কুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডে,কুনাল পান্ডে, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।
কিংস ইলেভেন পাঞ্জাব(সম্ভাব্য দল): কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল ক্রিস গেইল/ নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, সরফরাজ খান,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, শেলডন কর্টেল,মহম্মদ শামি।