দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে গতকাল প্যাট কামিন্সের একটি অসাধারণ ক্যাচ ধরেন তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। টম ক্যুরানের মাঝ পিচ থেকে লাফানো বল পুল করতে গিয়ে ফাইন লেগ সীমানায় ক্যাচ দিয়ে বসেন প্যাট কামিন্স। ফিল্ডার ছিলেন সঞ্জু স্যামসন। ক্যাচ নিতে গিয়ে মাথায় আঘাত পাওয়া সত্ত্বেও হাত থেকে বল ফেলে দেননি তিনি। এই দৃশ্যই ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকারকে মনে করিয়ে দিয়েছে তার ১৯৯২ সালের বিশ্বকাপের স্মৃতি।
৯২’এর সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে মনোজ প্রভাকরের বলে ওঠা পিট সীমন্সের ক্যাচ নিতে গিয়ে একইভাবে মাথায় আঘাত পেয়েছিলেন শচীন। ঘটনাটি দেখার পরই তাই টুইট করে তিনি লেখেন “অসাধারণ ক্যাচ সঞ্জু স্যামসন। আমি জানি এই মাঠগুলোতে এভাবে পড়লে কতটা আঘাত লাগতে পারে। ১৯৯২ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ক্যাচ ধরতে গিয়ে আমারও একই রকম অভিজ্ঞতা হয়েছিল।”
ঠিক এরপরেই পাশাপাশি সঞ্জু স্যামসন এবং শচীনের ক্যাচ ধরার দৃশ্য শেয়ার হতে থাকে সোসাল মিডিয়ায়। শচীন নিজেও টুইটটি শেয়ার করেন। আইপিএলে এবার যেমন নানাবিধ কারণে অনেক অসাধারণ ফিল্ডারদেরও ক্যাচ মিস করতে দেখেছি আমরা তেমনি দেখেছি বেশ কিছু অসাধারণ ফিল্ডিংয়ের নমুনাও।
আরও পড়ুন : আমার জীবনে দেখা সেরা ফিল্ডিং করলো নিকোলাস পুরান: শচীন
নিকোলাস পুরান, ফ্যাফ ডুপ্লেসিরা যেভাবে অসাধারণ ফিল্ডিংয়ের দলের জয়কে আরও বেশি সহজ করতে সাহায্য করছেন তা সত্যিই অনবদ্য। এবার এই তাই তালিকায় উঠে এল সঞ্জু স্যামসনের নামও। গত কালের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হয়তো সহজ জয় পেয়েছে কলকাতা, কিন্তু সঞ্জু স্যামসনের ক্যাচটি যে সকলের মন জয় করে নিয়েছে তা বলাই বাহুল্য।