দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি। শুধু ক্রিকেটার নয় অধিনায়ক হিসেবেও যথেষ্ট সফল মিতালী রাজ। মহিলা ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে একদিনের ক্রিকেটে ছ’হাজারের বেশি রান করে তিনি ভেঙে দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লেট এডওয়ার্ডসের ৫,৯৯২ রানের রেকর্ড। একই সাথে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশত রান করার রেকর্ডও এখন মিতালী রাজের হাতেই।


আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে বারবার ভারতীয় দলকে নানা সম্মানের শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। ২০৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে এখন তাঁর সংগ্রহ ৬,৮৮৮ রান। এর মধ্যে রয়েছে ৭টি শত রান এবং ৫৩’ টি অর্ধশত রানের ইনিংস। এর সাথেই রয়েছে ১০ টি টেস্ট এবং ৮৯ টি T২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা। টেস্ট ক্রিকেটে একটি দ্বিশত রানও করেন মিতালী।
আরও পড়ুন: কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভাঙলেন এলিসা হিলি
শুধু তাই নয় প্রথম ভারতীয় মহিলা অধিনায়ক হিসেবে দেশকে একশোরও বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিতালী। তাঁর এই অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি জানাতেই এবার এমসিসি ‘হল অফ ফেম’ মিউজিয়ামে রাখা হলো মিতালি রাজের জার্সি। ভারতীয় ক্রিকেটের দলিল হিসেবে এর আগে এই মিউজিয়ামে স্থান পেয়েছে শচীন তেন্ডুলকারের জার্সি, বীরেন্দ্র সহবাগ ও রাহুল দ্রাবিড়ের ব্যাট, মহেন্দ্র সিংহ ধোনির উইকেট কিপিং গ্লাভস প্রভৃতি।
এত তারকা খেলোয়াড়দের পাশে আজ যেভাবে সম্মানিত হলেন মিতালী তা সত্যিই অনবদ্য। আজ ট্যুইটারে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “এই এমসিসি মিউজিয়ামের একটি অংশ হতে পারা, সত্যিই ভীষণ আনন্দের।” তাঁর এই সম্মান আগামী দিনের তরুণী ক্রিকেটারদের যে আরও উৎসাহিত করবে এই নিয়ে কোন সন্দেহর অবকাশ নেই।