দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ আইপিএলের ১৩ তম মরশুমের ১৩ তম ম্যাচে মুখোমুখি সমরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। টসে জিতে মুম্বাইকেই প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানান পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। বল করতে নেমে শেল্ডন কর্টেল তাঁর প্রথম ওভারেই যেভাবে কুইন্টন ডিকককে সাজঘরে ফেরত পাঠান তাতে মনে হয়েছিল আজ আবুধাবির পিচে হয়তো সমস্যার সম্মুখীন হবে মুম্বাই। তবে, সেই চেনা গণনাকে ভুল প্রমাণিত করলেন ‘রোহিত’। আজ আবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে অধিনায়কোচিত ইনিংস উপহার দেন তিনি।
প্রথমেই তিনি বিরুদ্ধ পরিস্থিতিকে মানিয়ে নিতে সূর্যকুমার যাদব ও পড়ে ঈশান কিশানকে পাশে নিয়ে সাবধানী শুরু করেন।সূর্যকুমার যাদব ১০ করে রানআউট হলেও পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন তরুণ ঈশান কিশান। ব্যাক্তিগত ২৮ রানে যখন কিশান আউট হন তখনই আক্রমণাত্বক ‘হিটম্যান’ রূপ ধারণ করেন রোহিত। আজ মাত্র ৪৫ বলে তার সংগ্রহ ৭০ রান। এই রান সাজানো ছিল ৪ টি ছয় ও ৮টি চারের মোক্ষম হিটে।
তবে প্রথম ইনিংসের একটি গুরত্বপূর্ণ সময়ে মহম্মদ শামির বলে সীমানার ধারে গ্লেন ম্যাক্সওয়েলের অসাধারণ ফিল্ডিংয়ের দৌলতে উইকেট হারানো রোহিত শর্মা। দলগত স্কোর তখনও ১৬.১ ওভার শেষে ১২৪। পাঞ্জাবকে চ্যালেঞ্জ দেবার জন্য যা অনেকটাই কম। তবে এর পরেই অসাধারণ দুটি ইনিংস উপহার দেন হার্দিক পান্ডে এবং গত ম্যাচের নায়ক কিরন পোলার্ড। মাত্র ২০ বলে ৩টি চার ও ৪ টি ছয়ের সাহায্যে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন পোলার্ড। মাত্র ১১ বলে ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে হার্দিক করেন ৩০ রান। আর এর ফলেই নির্ধারিত ২০ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯১।
আরও পড়ুনঃ আইপিএলে আজ মুখোমুখি পাঞ্জাব-মুম্বাই, রোহিত-রাহুলের ডুয়েল দেখতে মুখিয়ে ফ্যানেরা
বিশেষজ্ঞদের অনুমান আবুধাবির পিচে এই বিরাট লক্ষ্যমাত্রা আজ যথেষ্ট সমস্যায় ফেলতে পারে কিংস ইলেভেন পাঞ্জাবকে।তবে ময়াঙ্ক আগরওয়াল ও কে এল রাহুল যেরকম অসাধারণ ফর্মে আছেন, তাতে প্রথম দিকে একটু দেখে খেললে এই লক্ষ্যমাত্রা তাড়া করে হয়তোবা জয় ছিনিয়ে নিতে পারে পাঞ্জাব। কিন্তু একথা মাথায় রাখা দরকার,পাঞ্জাবের মিডিল অর্ডার এখনো সেভাবে পরীক্ষিত নয়। সেক্ষেত্রে প্যাটিনসন, বোল্ট এবং বুমরাহদের সামনে কতটা কার্যকরী ব্যাটিং করতে পারবে তাঁরা সে নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে।