দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :এক সপ্তাহ পরে আইপিএলে আবার নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। এবার তারা মুখোমুখি হবে সানরাইজেস হায়দ্রাবাদের। এই দক্ষনী ডার্বিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির তুরুপের তাস ফিট হয়ে দলে ফেরা অম্বতি রাইডু। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাইয়ের সামনে অসাধারণ ৭১ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পর চোটের কারণে আর মাঠে নামতে পারেননি রাইডু। ফলত বিধ্বস্ত হয়ে পড়েছিল চেন্নাইয়ের মিডিল অর্ডার। কোচ স্টিফেন ফ্লেমিং আগেই জানিয়েছিলেন হায়দ্রাবাদ ম্যাচের আগে অম্বতিকে দলে ফেরত পাবে না চেন্নাই। তবে এখন চোট সারিয়ে তিনি পুরোপুরি সুস্থ।
তাই আজকের ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। দুবাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রানের লক্ষ্যমাত্রা খাড়া করতে শক্তিশালী মিডিল অর্ডার অত্যন্ত প্রয়োজন। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আশা দুরন্ত ফর্মে থাকা রাইডু চেন্নাইয়ের মিডল অর্ডারে সেই শক্তি প্রদান করতে পারবেন।
বিরুদ্ধ পরিস্থিতিতে অম্বতি রাইডু যেমন সাবধানী ইনিংস খেলতে পারেন তেমনি মুম্বাই ম্যাচেই বোঝা গেছে বড় হিট মেরে দ্রুতগতিতে রান তুলতেও কোন সমস্যা হয়না তার। মিডিল অর্ডারে ডুপ্লেসির সাথে এমনি একজন ব্যাটসম্যান দরকার ছিল চেন্নাইয়ের ক্রিকেটিয় ভাষায় যিনি হবেন ‘ভার্সেটাইল’। সেক্ষেত্রে অম্বতি রাইডু যে সর্বোত্তম পছন্দের তালিকায় থাকবেন এ নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুনঃ দুবাইয়ের ময়দানে দক্ষিণী ডার্বি, মুখোমুখি চেন্নাই-হায়দ্রাবাদ
অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী চেন্নাই দলে ফেরার জন্য ফিট ডোয়েন ব্র্যাভোও। তবে স্টিফেন ফ্লেমিংয়ের মতে –সরাসরি এখনই তাকে দলে ফেরানোর সম্ভাবনা নেই। ব্র্যাভোর জায়গায় দলে আসা স্যাম ক্যুরান যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন। তাই ব্র্যাভোর জায়গায় বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম ক্যুরানকেই এগিয়ে রাখছে দল।