দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এক সময় ওয়েস্টইন্ডিজের ভয়ঙ্কর বোলিং আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দান করতেন তিনি। যার ভয়ে কাঁপতো গোটা ক্রিকেটদুনিয়া। দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ ক্রিকেট জীবনে ১৩২ টি টেস্ট ও ২০৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কোর্টনি ওয়ালস । টেস্ট ক্রিকেটে এই জামাইকানের শিকার ৫১৯ টি উইকেট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট ২২৭ টি উইকেট পেয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় এখন পঞ্চম স্থানে রয়েছেন কোর্টনি।


এবার এই অভিজ্ঞ ক্রিকেটারকেই ২০২২ সাল অবধি মহিলা দলের কোচ হিসেবে নির্বাচন করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার প্রশিক্ষণ পর্বের মধ্যেই একটি ৫০ ওভারের বিশ্বকাপ এবং T20 বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল।
কোচ হিসেবে নির্বাচিত হবার পর সংবাদমাধ্যমকে ওয়ালস জানান “আমি সব সময় চেয়েছি ওয়েস্টইন্ডিজের খেলার উন্নয়নের জন্য কিছু করতে। যে অভিজ্ঞতা,ক্রিকেটীয় জ্ঞান এবং সাংগঠনিক দক্ষতা আমার আছে সেগুলো দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব দলের মধ্যে একটি ‘উইনিং কালচার’ গড়ে তুলতে।” প্রসঙ্গত উল্লেখ্য ইংল্যান্ডের কাছে (৫-০) লজ্জাজনক সিরিজ হারের পরেই এই সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।


আরো পড়ুনঃ ভারতীয়দের কাছে গর্বের দিন, লর্ডস এমসিসি মিউজিয়ামে প্রদর্শিত মিতালী রাজের জার্সি
আরও যোগ করে এই অভিজ্ঞ জামাইকান বলেন , “এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপের সময় এবং ভারতের সঙ্গে খেলা গত সিরিজেও আমি দলের সাথে কাজ করেছি। তাই দল সম্পর্কে আমার সম্যক ধারণা আছে এক্ষেত্রে যা খুবই গুরুত্বপূর্ণ।”