দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে ট্যুইটারে মন খুলে প্রশংসা করলেন শচীন টেন্ডুলকার। গতকাল আইপিএলে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে টসে হেরে পাঞ্জাবের কাছে প্রথম ব্যাটিং করার আমন্ত্রণ পান রোহিত। অবশ্য সুযোগের যথোচিত সদ্ব্যবহার করেন হিটম্যান। তার দুরন্ত ৭০ রানের ইনিংস এবং পোলার্ড-হার্দিকের অসাধারণ ফিনিশিং টাচের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করেছিল মুম্বাই।
তবে একথা মাথায় রাখতে হবে পাঞ্জাব দলের ব্যাটিং লাইনআপ ছিল যথেষ্ট ‘হেভিওয়েট’। কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়ালরা যেরকম দুরন্ত ফর্মে ছিলেন তাতে অঘটন ঘটে যেতেই পারত মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। আর সেই কারণেই এসে পরে রোহিত শর্মার অধিনায়কত্বের কথা।
আরও পড়ুনঃ আবুধাবিতে নীল ঝড়, অসাধারণ বোলিংয়ের সৌজন্যে ৪৮ রানের সহজ জয় পেল মুম্বাই
ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার পর্যন্ত মুগ্ধ রোহিতের এই দক্ষতায়। তাই পরপর দুটি ট্যুইটে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে এই মুম্বাই ইন্ডিয়ান্স প্রাক্তনী লেখেন, ” অসাধারণ জয় এমআই পল্টন।কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনিং পার্টনারশিপ সত্যিই চিন্তাজনক ছিল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের অসাধারণ প্রদর্শন ও সঠিক সময়ে বারবার উইকেট তুলে নেওয়ার ফলেই এই জয় এসেছে। নিকোলাস পুরান আজ সত্যিই অসাধারণ টাচে ছিলেন।তবে আমি ভীষণ খুশি রোহিত শর্মা যেভাবে বোলিং পরিবর্তন করেছে।”


“ম্যাচের চতুর্থ ওভারে ক্রুনাল পান্ডে এবং যশপ্রীত বুমরাহের পঞ্চম ওভার ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। মাঝের ওভারে যেভাবে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন রহুল চাহার, তার জন্যই আর ম্যাচে ফিরে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। রোহিতের অধিনায়কত্বের দক্ষতা নিয়ে লিটল মাস্টারের এই প্রাণখোলা সার্টিফিকেট আগামী দিনে কতটা প্রভাব ফেলে মুম্বাই ইন্ডিয়ান্সের উপর সেটাই এখন দেখার।