লাগাতার তিন ম্যাচে হারার পর আইপিএলের লীগ টেবিলে এখন ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব। গতকাল মুম্বাইয়ের বিরুদ্ধে পরাস্ত হবার পর চার ম্যাচ খেলে এখন তাদের পয়েন্ট ২। গতকালও টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কে এল রাহুল। সিদ্ধান্তটি যে কত ভুল ছিল তা বোঝা যায় মুম্বাইয়ের ব্যাটিং দেখেই। রোহিত শর্মার দুরন্ত ৭০ রানের ইনিংস এবং হার্দিক-পোলার্ডের অসাধারণ ফিনিশিং টাচের জেরে ১৯১ রানের বিরাট টার্গেট সেট করে মুম্বাই।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল এবং করুন নায়ারকে দ্রুত হারিয়ে ফেলে পাঞ্জাব। ২৭ বলে ৪৪ রান করে নিকোলাস পুরান কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তা ছিল ক্ষণস্থায়ী। আর তাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস।
এই বড় মার্জিনে হারের পরেই প্রেস কনফারেন্সের জন্য পাঠানো হয় শেল্ডন কর্টেলকে। তবে গত ম্যাচে প্রদর্শন ভালো না হলেও এই ম্যাচে কর্টেল
ছিলেন অনবদ্য। প্রথম ওভারেই বোল্ড করে ওপেনার কুইন্টন ডিকককে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পাঞ্জাবের অন্য গোলার্ধে তুলনায় আজ তার প্রদর্শন ছিল যথেষ্টই ভালো। নির্ধারিত ৪ ওভারে কেবলমাত্র ২০ রান দিয়ে তিনি তুলে নেন ১টি উইকেট।


আরও পড়ুনঃ রোহিতের অধিনায়কত্ব নিয়ে মনখোলা প্রশংসা শচীনের
ম্যাচ সম্পর্কে কথা বলতে গিয়ে এই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা জানান, ” আমার দিক থেকে দেখলে যথেষ্ট ভালো কামব্যাক হয়েছে আমার।আমি আত্মবিশ্বাসি ছিলাম সব সময়েই তবে আরও ভাল লাগতো যদি আমার বোলিংয়ের কারণে কিংস ইলেভেন পাঞ্জাব তার প্রয়োজনীয় জয় তুলে নিতে পারত। তবে আমাদের দল খুবই ভালো, কোচ হিসেবে অনিল অসাধারণ তাই আমার বিশ্বাস আমরা বাউন্স ব্যাক করবই।”