দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ধোনি-জাদেজার মরিয়া চেষ্টাতেও হল না শেষ রক্ষা, ৭ রানে ম্যাচ জিতল হায়দ্রাবাদ। দুবাইয়ের ময়দানে টসে জিতে ব্যাট করতে নেমে তরুণ প্রিয়ম গর্গের ৫১ এবং অভিষেক শর্মার সৌজন্যে ১৬৪ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের বলে প্লেড অন হয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা শ্যেন ওয়াটসন। পরপর চার ম্যাচে এই নিয়ে লাগাতার চারবার ব্যর্থ হলেন তিনি।এরপরই ষষ্ঠ ওভারে মুম্বাই জয়ের নায়ক অম্বাতি রাইডুকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান টি নটরাজন।
ফলে চেন্নাইয়ের জয়ের আশায় অনেকটাই ভাটা পড়ে যায়। ফর্মে থাকা ফ্যাফ ডুপ্লেসি ৪টি চারের সাহায্যে ১৯ বলে ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত প্রিয়ম গর্গের অসাধারণ থ্রোয়ে রান আউট হয়ে যান তিনি। আজও পুরোপুরি ব্যর্থ চেন্নাইয়ের মধ্যক্রম। ব্যক্তিগত ৩ রানে আব্দুল সামাদ তুলে নেন কেদার যাদবের উইকেট।
আরও পড়ুনঃ প্রিয়ম-অভিষেকের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে চেন্নাইকে ১৬৫ রানের টার্গেট দিল হায়দ্রাবাদ
অন্যদিকে ক্রমাগত আরও বেশি চাপ বাড়াতে থাকেন ভুবনেশ্বর, নটরাজন এবং রশিদ খানেরা।শেষ পর্যন্ত ৩৫ বলে ৫টি চার ও ২ ছয়ের সাহায্যে ৫০ রানের দুরন্ত ইনিংস খেললেও নটরাজনের বলে আবদুল সামাদের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় জাদেজাকে
তবু ধোনিফ্যানদের আশা ছিল ধোনি জাদেজার জুটিতে আজ ঘটবে কিছু অঘটন। বিরুদ্ধ পরিস্থিতি সামলে উঠতে আজ অনেকটা সময় নিলেও শেষ কয়েকটি ওভারে নিজের সবকিছু যেভাবে ঢেলে মাহি তা সত্যিই মন জিতে নিয়েছে ফ্যানেদের। শেষ পর্যন্ত ৩৬ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৭ রান করেন তিনি।
কিন্তু আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হলো না নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানেই শেষ হয়ে গেল চেন্নাইয়ের ইনিংস। ৭ রানের এই জয়ের ফলে লীগ টেবিলে হায়দ্রাবাদ উঠে এল চতুর্থ স্থানে। চার ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।