দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ১৬ তম ম্যাচে শারজার ময়দানে আজ মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। নিজেদের গত ম্যাচে জিতে কলকাতা নাইট রাইডার্সের মনোবল এখন তুঙ্গে। অন্যদিকে গত ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরেছে দিল্লি। তাই তাদের মনোবলে অনেকটাই আঘাত হানবে এই হার।
কলকাতার ক্ষেত্রে দেখতে গেলে ওপেনিং জুটিতে মুম্বাই এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে যেভাবে প্রদর্শন করেছেন তরুণ শুবমন গিল তাই এমন কি মন জিতে নিয়েছে লিটিল মাস্টারেও। অন্যদিকে ইংল্যান্ডের তারকা ইয়ন মর্গ্যান ভালো রান পেয়েছেন গত দুই ম্যাচে। যদিও মধ্য ক্রমে নিতিশ রানা এবং দীনেশ কার্তিকের সাথে এখনো তেমন ভাবে মেলেনি। তবে গত দিনে ১৪ বলে ২৪ রানের যে ছোট্ট ক্যামিওটি খেলেন রাসেল তা দেখে আশায় বুক বেঁধেছে অনেক কলকাতা ফ্যানই।বোলিংয়েও চিন্তা অনেকটাই কেটেছে তরুণ শিভম মাভি কমলেশ নগরকটি বরুণ চক্রবর্তী এবং অভিজ্ঞ প্যাট কামিন্স যেভাবে প্রদর্শন করেছেন তা সত্যিই অপূর্ব। তবে উইকেট কলামে ফিরতে পারেননি ভারতীয় তারকা কুলদীপ যাদব। তাই স্পিন বিভাগের ক্ষেত্রে বড় দায়ভার থাকবে সুনীল নারায়নের কাঁধে।শারজার ছোটমাঠ ও ব্যাটিং সহায়ক পিচে কলকাতা কিভাবে তাদের রণনীতি তৈরি করে সেটাই এখন দেখার।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বড় চিন্তা রয়েছে তাদের ব্যাটিং নিয়ে। পৃথ্বী শ একটি ম্যাচে রান পেলেও সেভাবে রানের মধ্যে নেই শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং রিষভ পান্থ।গত দিনেও চাপের মুখে শট নিতে গিয়ে দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শিখর এবং শ্রেয়সকে। সফল হতে পারেননি বিদেশি খেলোয়াড় হেটমায়ারও।গত দিনের ম্যাচে বেশকিছু ভালো শট খেললেও শেষ পর্যন্ত টিমকে জয় এনে দিতে পারেননি তিনি। তবে বোলিং নিয়ে তেমন একটা চিন্তার মেঘ নেই দিল্লি শিবিরে। রবিচন্দন অশ্বিন যদি আজ চোট সারিয়ে ফিরে আসেন তবে স্পিন বিভাগও যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে দিল্লির। অন্যদিকে পেস বোলিংয়ের ক্ষেত্রে রাবাডাতো আছেনই। তবে বিশেষ করে বলতে হয় নকিয়া এবং ইশান্ত শর্মার কথা তারা যেভাবে চাপ কমিয়েছেন রাবাডার উপর থেকে তা দেখে আশায় বুক বাঁধতেই পারে দিল্লির ফ্যানেরা।
আরও পড়ুনঃ আজ স্মিথ-কোহলি ডুয়েল, পাল্লা ভারি কার?
যদিও খাতায়-কলমে বেশ কিছুটা এগিয়ে রাখতেই হয় কলকাতা নাইট রাইডার্সকে। দলের মনোবল এবং ভারসাম্য দুটি এখন বেশ ভালো। তাই শারজার ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমদিকে কাগিসো রাবাডাকে একটু দেখে খেললে রানের ঝড় বইয়ে দিতে পারেন শুভমন গিল, ইয়ন মর্গ্যান ও আন্দ্রে রাসেলরা।অন্যদিকে দিল্লির বড় ভরসা তাদের বোলিং, ম্যাচ জিততে হলে ঠিক সময়ে সঠিক উইকেট তুলে নেওয়া তাদের পক্ষে খুবই জরুরী।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল)ঃ শুভমান গিল,সুনীল নারায়ন, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট কিপার),ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স,শিবম মাভি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং কমলেশ নগরকোটী।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল): শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),রিষভ পন্থ (উইকেট কিপার),মার্কাস স্টয়নিস,আক্সর প্যাটেল, রবিচন্দন অশ্বিন/অমিত মিশ্র,কাগিসো রাবাডা অনরিখ নকিয়া,ইশান্ত শর্মা।