দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আই পি এলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছু্ঁয়ে ফেললেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কাল হায়দ্রাবাদ ম্যাচ মিলিয়ে এখনো পর্যন্ত ১৯৪টি ম্যাচ খেলছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এই মরশুমেই ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। আর এই কারনেই কাল মাঠে নামার আগেই ফেসবুক পোস্টের মাধ্যমে ধোনিকে শুভেচ্ছা জানান চেন্নাই সতীর্থ সুরেশ রায়না।এই আইপিএলে তার না খেলা নিয়ে অনেক চর্চা হয়েছে ইতিমধ্যেই। এমনকি ওয়েবসাইট থেকে তাকে সরিয়েও দিয়েছে সিএসকে।
তবে ধোনির সাথে তার সম্পর্কে শুধু সিএসকে শিবির অবধি সীমাবদ্ধ নয় একথা আগেও জানিয়েছিলেন রায়না। তাই আজ ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শুভেচ্ছা মাহিভাই, আইপিএলে সবচে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হবার জন্য। এটা জেনে আমার খুবই আনন্দ হচ্ছে যে আমার রেকর্ড ভাঙল তোমার হাতে।আমার বিশ্বাস চেন্নাই এবারের আইপিএল অবশ্যই জিতবে।”


আরও পড়ুনঃ আজ আইপিএলে লড়াই দুই মেগাসিটির, কলকাতা নাকি দিল্লি এগিয়ে কারা
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে পর্যন্ত সবচেয়ে বেশি ১৯৩টি আইপিএল ম্যাচ খেলে রায়নার সংগ্রহ ছিল ৫৩৬৮ রান। যার মধ্যে রয়েছে ৩৮ টি অর্ধশতরান ও ১টি শতরানের ইনিংস। অন্যদিকে ১৯৪ ম্যাচ খেলে ২৩ টি অর্ধশতরান সহযোগে ধোনির সংগ্রহ ৪৫২৩ রান।

