দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কিছুদিন আগেই চেন্নাইকে গ্লুকোজ খাবার পরামর্শ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের এই তারকা। কালকের ম্যাচে লাগাতার তিন ম্যাচে হারের পর এবার টুইট করে সহবাগ জানালেন “চেন্নাইয়ের ভগবানই ভরসা, অনূর্ধ্ব ১৯ এর জুনিয়র খেলোয়াড়রা বিধ্বংসী ইনিংস খেলছেন সিনিয়রদের বিরুদ্ধে। প্রিয়ম গর্গ একটি উজ্জ্বল সম্ভাবনা। এখনো পর্যন্ত তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি অসাধারন টুর্নামেন্ট।”
প্রসঙ্গত উল্লেখ্য মূলত তরুণ প্রিয়ম এবং অভিষেকের দুরন্ত জুটির দৌলতেই ম্যাচে নিজেদের অধিকার হারিয়ে ফেলে চেন্নাই। ডেভিড ওয়ার্নার জনি বেয়ারস্টো এবং ক্যেন উইলিয়সনকে দ্রুত সাজঘরে ফেরানোর পরে খুব সহজেই চালকের আসনে বসতে পারত তারা।


কিন্তু বিরুদ্ধ পরিস্থিতিতেও স্নায়ুর চাপে রাস্তা গুলিয়ে না ফেলে কপিবুক শট দিয়ে সাজানো যে ৫১ রানের ইনিংস উপহার দেন প্রিয়ম তা ম্যাচে ফিরতে প্রবল ভাবে সাহায্য করেছে হায়দ্রাবাদকে।
আরো পড়ুনঃ প্রিয়ম-অভিষেকের অসাধারণ ব্যাটিংয়ের দৌলতে চেন্নাইকে ১৬৫ রানের টার্গেট দিল হায়দ্রাবাদ
যোগ্য সঙ্গ দিয়েছিলেন তরুণ অভিষেক শর্মাও।মাত্র ২৪ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ব্রাভো, কুরান, চাওলার মত অভিজ্ঞ বোলারদের যেভাবে একের পর এক বড় শর্ট নিয়েছেন এই দুই তরুণ তা সত্যিই প্রশংসনীয়। আর এই কারনেই তাদের প্রাণখোলা প্রশংসা করতে একটুও দ্বিধাবোধ করেননি মুলতানের সুলতান।