দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ডবল হেডারের প্রথম পর্বে আজ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর।টসে জিতে আজ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু শুরুটা মোটেই ভাল হয়নি আজ। ব্যক্তিগত ৫ রানে স্টিভ স্মিথকে প্লেড অন করে সাজঘরে ফেরান ইসুরু উদানা। মাত্র ২২ রানে দেবদূত পাডিক্কলের হাতে ক্যাচ দিয়ে নবদ্বীপ সাইনির বলে ফিরে যান জশ বাটলারও। পরপর দু’দুটো উইকেটের ধাক্কা যখন সামাল দেবার চেষ্টা করছে রাজস্থান দল, তখনই চাহালের বলে আপিশ স্টেট ড্রাইভ খেলতে গিয়ে তারই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাজস্থানের অন্যতম নায়ক সঞ্জু স্যামসন। ফলত পুরো দায়িত্ব এসে পড়ে তরুণ মহিপাল লোমরার এবং ফর্ম খুঁজতে থাকা রবি উথাপ্পার কাঁধে।
তরুণ মহীপাল রিয়ান পরাগ বিরাট কোহলি
১১ তম ওভারে ব্যক্তিগত ১৭ রানে আবার সেই চাহালকে উইকেট দিয়ে ফিরে যান রবি উথাপ্পা। দলগত স্কোর তখন ৪ উইকেট হারিয়ে ৭৪। মহিপালের সাথ দিতে মাঠে আসেন অলরাউন্ডার রিয়ান পরাগ। গত কয়েকটি ম্যাচ তেমন ভালো যায়নি রিয়ান পরাগের। আর বিপক্ষে ছিল আরসিবির আগুন ঝরানো বোলিং। তাই সম্মানজনক করে দলকে পৌঁছে দেওয়ার কাজটা কাজটা যে সহজ নয় এ নিয়ে কোন সন্দেহ নেই।
তবে তরুণ মহিপালের ক্রিকেটীয় বুদ্ধির প্রশংসা না করলেই নয়, তারকা লেগস্পিনার অ্যাডাম জাম্পা ও চাহালের বলে যেভাবে ভয়হীন ভাবে বড় শট খেলেছেন তিনি তা সত্যিই অনবদ্য। শুধু তাই নয় খুচরো রান নেওয়ার ব্যাপারেও যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন মহীপাল। ব্যক্তিগত ১৬ রানে ইসরু উদানা মাঝ পিচ থেকে লাফানো বলে বড় শট নিতে গিয়ে রিয়ান পরাগ আউট হলেও নিজের ধৈর্য হারাননি মহীপাল।শেষ পর্যন্ত ১৬ তম ওভারে চাহালের বলে আউট হয়ে ফেরার আগে অবধি দলগত স্কোরে গুরুত্বপূর্ণ ৪৭ রান যোগ করেন তিনি।
আরও পড়ুন: চেন্নাইয়ের ভগবানই ভরসা, টুইট সহবাগের
অন্যদিকে ক্রিকেটের ভাষায় আজ সত্যি আনপ্লেয়েবেল ছিল আরসিবির বোলিং। নিজের ৪ ওভারে মাত্র ২৪ রান ৩ টি উইকেট তুলে নেন চাহাল।দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শ্রীলঙ্কান পেসার ইসরু উদানা।নিজের নির্ধারিত ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সাইনি। আর এই কারনেই মাত্র ১৫৪ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।এই সম্মানজনক স্কোরেও তারা হয়ত পৌঁছাতে পারত না যদিনা ১২ বলে ২৪ রানের অসাধারণ একটি ক্যামিও না খেলতেন রাহুল তেওয়াটিয়া। তবে আবুধাবির স্লো পিচে মোটেই সহজ হবে না এই চেস। আরসিবিকে জিততে হলে দায়িত্ব নিয়ে খেলতে হবে ফিঞ্চ, কোহলি এবং ডিভিলিয়ার্সদের