দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ডবল হেডারের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং ব্যাঙ্গালোর। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। তবে আরসিবির নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে মাত্র ১৫৪ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। তাদের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন মহিপাল লোমরোর।জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী আক্রমণে রাজস্থানকে বিধ্বস্ত করে দেবার চেষ্টা করেন তরুণ দেবদূত পাডিক্কাল এবং অ্যারন ফিঞ্চ।তবে ক্রীজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ফিঞ্চ,ব্যক্তিগত ৮ রানে শ্রেয়স গোপালের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
তবে গত ম্যাচের মতো আজও দেবদূত ছিলেন একইরকম সাবলীল। জয়দেব উনাদকটের পায়ের ওপর করা ওভারব্রিজ ডেলিভারিকে সীমানার বাইরে পাঠিয়ে যেভাবে স্বকীয় ভঙ্গিমায় শুরু করেছিলেন তিনি, তা দেখেই বোঝা যাচ্ছিল আজও বড় ইনিংস খেলার জন্য সাজঘর থেকেই তৈরি হয়ে এসেছেন এই তরুণ। আজ তার যোগ্য সঙ্গ দেন অধিনায়ক বিরাট কোহলিও। গত কয়েকটি ম্যাচে কার্যত যেভাবে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছিলেন তিনি, আজ সেই অর্থে অনেকটাই দায়িত্বশীল মনে হয়েছে তাকে। মাত্র ৩৫ বলে এই মরশুমে নিজের তৃতীয় অর্ধশতক পূর্ন করেন পাডিক্কাল। আরসিবির স্কোর তখন ১২ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৯১ রান।
বিরাট কোহলি তরুণ মহীপাল
প্রথমে ক্রিজে টিকে থেকে ভিত্তি প্রস্তর শক্ত করে নেবার পরে রিয়ান পরাগের ওভারে পরপর দুটি বাউন্ডারি মেরে রান তোলার গতি বাড়াতে শুরু করেন বিরাট।মাত্র ৪১ বলে এই মরশুমে নিজের প্রথম অর্ধশত রান পূর্ণ করেন তিনি। অন্যদিকে দেবদূত তখনও ছিলেন তার স্বকীয় ভঙ্গিমায়, জোফরা আর্চারের মত বোলারকেও আজ সমীহ করেননি তিনি। শেষ পর্যন্ত নেট রানরেট আরও ভালো করার চাপে বড় শট খেলতে গিয়ে তার বলেই উইকেট হারাতে হয় তাকে। জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফেরার আগে অবধি ৪৫ বলে ৬ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ৬৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। তবে ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে গেছে বিরাটবাহিনীর জন্য।
আরও পড়ুনঃদুরন্ত বোলিং আরসিবির, ১৫৪ রানেই শেষ রাজস্থানের ইনিংস
দেবদূত এবং কোহলির অসাধারণ ইনিংসের দৌলতেই দাঁড়ায়নি ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালোর। মাত্র ৫৩ বলে ৭ টি চার ও ২ টি ছয় সহযোগে ৭২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বিরাট কোহলি। এই জয়ের সাথেসাথেই লীগ টেবিলে ৬ পয়েন্ট সাথে আপাতত প্রথম স্থানে উঠে এলো আরসিবি।