দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ ব্যাটে-বলে চেষ্টায় ত্রুটি না রাখলেও তাঁর একার প্রচেষ্টায় সম্ভবপর ছিল না রাজস্থান রয়্যালসের হার বাঁচানো। দল হেরেছে কিন্তু রাহুল তেওয়াটিয়ার পারফর্ম্যান্স এক কথায় অনবদ্য। যা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটমহল সহ সর্বস্তরের ক্রিকেট অনুরাগীদের।
তবে আজ দুবাইয়ের ময়দানেই তেওয়াটিয়ার এক অনুরাগী উপস্থিত ছিলেন, যিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন তাঁর পারফরম্যান্স। কিন্তু সেই অনুরাগীকে হয়তো স্বয়ং তেওয়াটিয়াও স্বপ্নেও কল্পনা করেন নি। বরং তিনি এমন একজন জানেক তেওয়াটিয়া নিজের আয়ডল হিসেবেও মনে করেন। হ্যাঁ, আজ রাজস্থানের এই অল-রাউন্ডারের সামনে যে অনুরাগী এসে দাঁড়ালো তিনি অন্য কেউ নন, স্বয়ং বিরাট কোহলি। আজ কোহলি মুগ্ধ তেওয়াটিয়ায়। এই উঠতি খেলোয়াড়ের লড়াকু মেজাজ দেখে বিরাট অভিভূত। তাই জয়ী দলের ক্যাপ্টেন হিসেবে ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে স্বীকৃতি দিতেও কুণ্ঠা বোধ করলেন না তিনি।
রাজস্থানকে হারিয়ে ম্যাচ শেষ করার পর নিজের সই করা একটি জার্সি রাহুল তেওয়াটিয়াকে উপহার দিলেন কোহলি। আর স্বাভাবিকভাবেই এমন স্মরণীয় উপহার পেয়ে আপ্লুত ও অভিভূত এই রয়্যালস তারকা।
আজ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ দিকে ব্যাট করতে নেমে তেওয়াটিয়া ৩টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। আর আজ শুধুমাত্র তাঁর জন্যই রাজস্থান দেড়শো রানের গণ্ডি টপকাতে পারলো। কিন্তু ম্যাচের দ্বিতীয় ধাপে বল হাতে কোনও উইকেট তুলতে না পারলেও আজ বিধ্বংসী কোহলিকেও আটকেছেন তিনি। আজ তাঁর পরিসংখ্যান ৪ ওভারে মাত্র ২৮ রান।
প্রসঙ্গত, তেওয়াটিয়া শুধু এই ম্যাচেই নয়, এর আগের দিনের কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত হাফ-সেঞ্চুরিও করেছেন এই যুবক খেলোয়াড়। এমনকি এবারের আইপিএলে শেল্ডন কটরেলকে এক ওভারে ৫টি ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন এই তেওয়াটিয়াই।