দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নাইট রাইডার্সের বিরুদ্ধে পৃথ্বী শ ও শ্রেয়স আইয়ারের ব্যাটিং শো একজন মুম্বইকর হিসেবে সচিন তেন্ডুলকরের আপ্লুত করবে এটাই স্বাভাবিক। আজ ম্যাচ চলাকালীনই দিল্লি ক্যাপিটালসের দুই তরুণের দুরন্ত সব শটের প্রশংসা করেন লিটল মাস্টার।
আজ পৃথ্বী-শ্রেয়সরা সারা ইনিংস জুড়ে অনবদ্য ব্যাটিং জারি রাখেন। এমনকি আজ তাঁরা ছাপিয়ে যান তেন্ডুলকরের প্রত্যাশাকেও। কারণ দিল্লি সচিনের অনুমানের থেকেও বেশি রান তুলে তাদের ইনিংস শেষ করে ।
আজ ম্যাচ চলাকালীন সচিন টুইট করেন, ‘অসাধারণ সব শট খেলছে শ্রেয়স ও পৃথ্বী শ।দিল্লি ক্যাপিটালস যেভাবে ব্যাট করছে, তাতে তাদের ২১৫-২২০ রানে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ কিন্তু ইনিংস শেষে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস শেষ করেছে ৪ উইকেটে ২২৮ রান তুলে।
আজ দিল্লির ব্যাটিং এ পৃথ্বী শ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৬৬ রান করে আউট হন। শিখর ধাওয়ান ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। ঋষভ পন্ত ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৮ রান করে ক্রিজ ছাড়েন। স্টইনিস এর উইকেট পড়ে ৩ বলে ১ রান করে।
এই ম্যাচে শ্রেয়স আইয়ার ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। আর শ্রেয়স ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন। হেটমায়ের নট-আউট থাকেন ৫ বলে ৭ রান করে। এরপর দেখা যাক আজ নাইট রা তাদের ব্যাটের বেয়নেটের ব্যবহার কিভাবে করে।