29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    নাইটদের প্রতিহত করে মুম্বাইকরদের ব্যাটিং দাপটে দিল্লী পৌঁছালো ২২৮ রানে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নাইট রাইডার্সের বিরুদ্ধে পৃথ্বী শ ও শ্রেয়স আইয়ারের ব্যাটিং শো একজন মুম্বইকর হিসেবে সচিন তেন্ডুলকরের আপ্লুত করবে এটাই স্বাভাবিক। আজ ম্যাচ চলাকালীনই দিল্লি ক্যাপিটালসের দুই তরুণের দুরন্ত সব শটের প্রশংসা করেন লিটল মাস্টার।

    আজ পৃথ্বী-শ্রেয়সরা সারা ইনিংস জুড়ে অনবদ্য ব্যাটিং জারি রাখেন। এমনকি আজ তাঁরা ছাপিয়ে যান তেন্ডুলকরের প্রত্যাশাকেও। কারণ দিল্লি সচিনের অনুমানের থেকেও বেশি রান তুলে তাদের ইনিংস শেষ করে ।

    আজ ম্যাচ চলাকালীন সচিন টুইট করেন, ‘অসাধারণ সব শট খেলছে শ্রেয়স ও পৃথ্বী শ।দিল্লি ক্যাপিটালস যেভাবে ব্যাট করছে, তাতে তাদের ২১৫-২২০ রানে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ কিন্তু ইনিংস শেষে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস শেষ করেছে ৪ উইকেটে ২২৮ রান তুলে।

    আজ দিল্লির ব্যাটিং এ পৃথ্বী শ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৬৬ রান করে আউট হন। শিখর ধাওয়ান ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। ঋষভ পন্ত ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৮ রান করে ক্রিজ ছাড়েন। স্টইনিস এর উইকেট পড়ে ৩ বলে ১ রান করে।

    এই ম্যাচে শ্রেয়স আইয়ার ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। আর শ্রেয়স ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন। হেটমায়ের নট-আউট থাকেন ৫ বলে ৭ রান করে। এরপর দেখা যাক আজ নাইট রা তাদের ব্যাটের বেয়নেটের ব্যবহার কিভাবে করে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...