33 C
Kolkata
Tuesday, September 26, 2023
More

    আজ প্রথমার্ধ পৃথ্বি-শ্রেয়সের আর দ্বিতীয়ার্ধ মরগ্যান-ত্রিপাঠী’র তবুও কেকেআর পরাজিত ১৮ রানে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবারের আইপিএল গুনগত দিক থেকে অন্যান্য মরসুম থেকে আলাদা। এর বড় কারণ আবহাওয়া ও পিচ। বালু ভূমির নির্জীব পিচ কিন্তু যত খেল দেখাচ্ছে ওই শেষ চার ওভারেই। খুব টাইট ম্যাচের প্রায় সবকটিতেই শেষ ২৪ বলে খেলার অবহাওয়া পাল্টে দিয়েছে। সব পরিসংখ্যান উল্টে পাল্টে দিয়েছে। এই যেমন আজ ও তাই হলো।

    শনিবার শারজার মাঠে দিল্লির দুই তরুণ তুর্কি পৃথ্বি শ আর শ্রেয়স আইয়ারের মরু ঝড় তোলা ব্যাটিং দাপট দেখে মাষ্টার ব্লাস্টারও যখন আপ্লুত, ঠিক পরের ধাপে রাহুল ত্রিপাঠি ও ইয়ন মরগ্যানের ধূমাধার ব্যাটিং ওলট পালট করে দিচ্ছিল সব বিশেষজ্ঞের ক্রিকেটীয় অংক। মরগ্যান ১৮ বলে ৪৪ রান করল। যা রাবাদাকে মারা তিনটি ছয় ও স্টোইনিসকে মারা দুটি ছক্কা’র নজরভেদী শটে সাজানো। নর্টজের বোলিংয়ে আউট হলেও এই ইনিংস, সত্যিই দেখার মতো।

    যদিও নীতিশ রানার ৩৫ বলে ৫৮ রান কেকেআরকে লড়াইয়ের জায়গা করে দিয়েছিল কিন্তু শেষ ওভারে ৬ বলে ২৬ রানের মতো জায়গায় নিয়ে গেল রাহুল ও মরগ্যানের বিধ্বংসী ব্যাটিংই। ত্রিপাঠি’র ১৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস সাজানো তিনটি ছয় ও তিনটি বাউন্ডারিতে।

    আজ দিল্লির টপ অর্ডারের চার ব্যাটসম্যানই রান পেয়েছে। ওপেনার পৃথ্বী খুব আনপ্রেডিকটেবল কিন্তু শনিবার যে ইনিংসটি খেলল, তা এক কথায় অনবদ্য। ৪১ বলে ৬৬ রানের ইনিংসে রয়েছে চারটি চার ও চারটি ওভার বাউন্ডারি। পাশাপাশি শিখর ধাওয়ান অল্প সময়ের জন্যে খেললেও রানের গতি কমতে দেননি। আর আজ অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং শচীন টেন্ডুলকর। বিচক্ষণ ব্যাটিং করে গেল আজ। ৩৮ বলে ৮৮ রান করলো শ্রেয়স, যার মধ্যে রয়েছে সাতটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। এই খেলাতে শ্রেয়স ২৬ বলে ৫০ রান পূর্ণ করেছে। অন্যদিকে পৃথ্বী হাফ সেঞ্চুরি করেছে ৩৫ বলে। তবে অভিজ্ঞ ঋষভের ১৭ বলে ৩৮ রান করা ২২৮ রানের টার্গেট খাড়া করতে যথেষ্ট সহায়তা করেছে। এককথায় আজ কেকেআর হারলেও এই ম্যাচ টা এখনো অবধি বলা যেতে পারে ‘বেস্ট শো অফ টি২০ ব্যাটিং’।

    সংক্ষিপ্ত স্কোর :
    দিল্লি ক্যাপিটালস :২০ ওভারে ২২৮/৪।
    শ্রেয়স ৮৮, পৃথ্বী ৬৬, ঋষভ ৩৮, রাসেল ২/২৯।
    কলকাতা নাইট রাইডার্স : ২০ ওভারে ২১০/৮।
    রানা ৫৮, মরগ্যান ৪৪, ত্রিপাঠি ৩৬, নর্টজে ৩/৩৩।
    দিল্লি ক্যাপিটালস জয়ী ১৮ রানে। শনিবারের ম্যাচের সেরা : শ্রেয়স আইআর।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...