দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ১৭ তম ম্যাচে ডবলহেডারের প্রথম পর্বে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বাই এবং হায়দ্রাবাদ। অর্থাৎ শারজা জয়ের লক্ষ্যে আজ নামবেন রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। চার ম্যাচ খেলে দুটি হার ও দুটি জয়ের ফলে দুদলেরই আপাতত সংগ্রহ ৪ পয়েন্ট।
তবে আইপিএলের প্রথম চার ম্যাচের মধ্যেই দুটি দুরন্ত অর্ধশত রান করে রোহিত শর্মা বুঝিয়ে দিয়েছেন ছমাসের লকডাউন আদৌ কোনো প্রভাব ফেলতে পারেনি তার সুপারফর্মে।অন্য ওপেনিং পার্টনার কুইন্টন ডিকক সেভাবে জ্বলে উঠতে না পারলেও মুম্বাই দলের মিডিল অর্ডারে ঈশান কিশান, হার্দিক পান্ডে এবং অভিজ্ঞ ক্যারিবিয়ান তারকা কিরন পোলার্ড যেভাবে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন গত ম্যাচে তাতে বিপক্ষ দল গুলি যে যথেষ্ট সন্ত্রস্ত থাকবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
বোলিংয়ের ক্ষেত্রে বুমরাহ, প্যাটিনসন এবং বোল্টের ত্রিফলা আক্রমণ যেকোনো পিচেই বিপক্ষকে মাত দিতে সক্ষম। শুধু পেস বোলিং নয় স্পিন বিভাগেও উঠতি তারকা রহুল চাহার ও ক্রুনাল পান্ডে দলের সম্পদ হয়ে উঠেছেন বারবার। এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের বিরুদ্ধে যেভাবে সুনিয়ন্ত্রিত বোলিং করেছেন চাহার তা মন কেড়ে নিয়েছে সকলেরই।


আরো পড়ুনঃ আজ প্রথমার্ধ পৃথ্বি-শ্রেয়সের আর দ্বিতীয়ার্ধ মরগ্যান-ত্রিপাঠী’র তবুও কেকেআর পরাজিত ১৮ রানে
তবে শারজাকে বলা যেতে পারে ব্যাটিং স্বর্গ তাই বোলিংয়ে থেকেও এই পিচে অনেক বেশি গুরুত্ব পাবে দু-দলের ব্যাটিং। বলা যেতেই পারে ব্যাট-বলে নয় এ হল দু’পক্ষের ব্যাটে-ব্যাটে লড়াই। বিধ্বংসী ব্যাটসম্যান অবশ্য কম নেই হায়দ্রাবাদের কাছেও। জনি বেয়ারস্টো-ডেভিড ওয়ার্নার জুটি যদি একবার রান পেতে শুরু করে তাহলে তা যেকোন বিপক্ষের পক্ষে মারাত্মক বিপদ সংকেত হয়ে উঠতে পারে। মধ্য ক্রমে দ্রুত রান তোলার সক্ষমতা রাখেন ক্যেন উইলিয়ামসন এবং মনিশ পান্ডেরাও। তবে সানরাইজেসের পক্ষে বড় চিন্তার কারণ এখনো সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ওয়ার্নার-বেয়ারস্টো জুটি। তাছাড়া বুমরাহ, প্যাটিনসন এবং বোল্টের ত্রিফলা আক্রমণের সামনে কতটা কার্যকর ব্যাটিং করতে পারবেন তারা ভাবনা রয়েছে তা নিয়েও।
শুধু ব্যাটিং নয় বোলিংয়ের ক্ষেত্রেও বড় দুঃসংবাদ রয়েছে হায়দ্রাবাদ শিবিরে ।দুবাইয়ের দুরন্ত গরমের সাথে পাল্লা দিতে না পেরে গত ম্যাচে পেশি টানের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তারকা পেশার ভুবনেশ্বর কুমারকে। গত ম্যাচে বাইরে যাবার সময় যেভাবে খুঁড়িয়ে চলতে দেখা গেছে তাকে, মনে হয়না এই ম্যাচে চোট সারিয়ে দলে ফিরতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বোলিংয়ের দায়ভার সমস্তটাই থাকবে আফগান তারকা রশিদ খানের কাঁধে। শারজার পিচ এবং ছোট মাঠ স্পিনারদের জন্য মোটেই উপযুক্ত নয়। যদিও কাল অসাধারণ বল করে এ তথ্যকে কিছুটা ভুল প্রমাণিত করবার চেষ্টা করেছেন দিল্লির অমিত মিশ্র। কিন্তু মনে রাখতে হবে ২২৮ রান ডিফেন্ড করতে নেমে অনেকটাই স্বাধীনতা ছিল তাদের ঝুলিতে। তাই একই কাজ রশিদ খান কতটা করতে পারবেন সে নিয়ে চিন্তা থেকেই যায়।


সব মিলিয়ে এই ম্যাচে কাগজে-কলমে মুম্বাইয়ের পাল্লা যে ভারি তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের জুটি যদি প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করতে পারে তাহলে বদলে যেতেই পারে সমস্ত অঙ্ক।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) :
রোহিত শর্মা (অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেট কিপার),সূর্য কুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডে,কুনাল পান্ডে, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল):
জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, খলিল আহমেদ, টি. নটরাজন,সিদ্ধার্থ কল/সন্দীপ শর্মা।