দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং চেন্নাই সুপার কিংস। একদিকে যেমন রয়েছেন কে এল রাহুল মায়াঙ্ক আগারওয়াল অন্যদিকে তেমনি রয়েছেন “ক্যাপ্টেন কুল” এম.এস.ডি। নিজেদের গত ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে দু’দলকেই। সাপ সিঁড়ির এই লুডোতে সাপের মুখে পড়ে দু’দলই এখন ধুঁকছে লীগ টেবিলের তলানিতে। নিজেদের চার ম্যাচে তিনটি হারের ফলে পাঞ্জাব এবং চেন্নাই এখন রয়েছে সপ্তম এবং অষ্টম স্থানে। অন্যদিকে নেট-রানরেটেও অনেকটাই পিছিয়ে আছেন মাহি।


ক্রিকেটীয় ভাষায় আদর্শ ‘টপ হেভি’ ব্যাটিং সাইডের উদাহরণ হল কিংস ইলেভেন পাঞ্জাব। মধ্যক্রমে আগের দিন নিকোলাস পুরান কিছুটা রান পেলেও মুম্বাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবকে জয় এনে দিতে পারেননি তিনি। সুতরাং ব্যাটিংয়ের দায়ভার এখনো পুরোটা রাহুল এবং মায়াঙ্কের কাঁধেই। অন্যদিকে এখনো দলের বাইরে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ক্রিকেট বিশ্লেষকরা বারবার বলা সত্ত্বেও বারবার ব্যর্থ হওয়া ম্যাক্সওয়েলকেই এখনো ব্যাক করছেন পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে বোলিং নিয়েও যথেষ্ট চিন্তার অবকাশ তৈরি হয়েছে পাঞ্জাব শিবিরে। রবি বিশনোই, মুরুগান অশ্বিনরা এই মরশুমে অসাধারণ বোলিং করলেও অভিজ্ঞতার অভাব ভোগাচ্ছে তাদের। অন্যদিকে পেস বোলিংয়ের ক্ষেত্রে দায়ভার রয়েছে মহম্মদ শামি এবং শেলডন কর্টেলের কাঁধে। শুরুর দিকে দুজনেই অসাধারণ হলেও ডেথ বোলিংয়ে এখনো যথেষ্ট রান খরচা করে ফেলছে পাঞ্জাব। তাই যথেষ্ট চিন্তার মেঘ রয়েছে পাঞ্জাব দলের ওপর।
আরও পড়ুনঃ রোহিতে মোহিত শারজা না রশিদের উস্তাদি ঘূর্ণি কী অপেক্ষা করছে আজ
অন্যদিকে চেন্নাই থিংক ট্যাংক এখন কিরকম মারাত্মক চাপে রয়েছে তার আলাদা করে বলে দিতে হয় না। আর কয়েকটি ম্যাচ হারলে প্লে অফের আগেই বিদায় নিতে হতে পারে তিনবারের আইপিএল জয়ী চেন্নাইকে।অথচ এই চাপ কাটিয়ে উঠতে টিমের মধ্যে যে ভারসাম্য দরকার, তা এখনো চোখে পড়েনি চেন্নাই শিবিরে। ব্যাটিংয়ের ক্ষেত্রে এখনো সমস্ত দায়ভার রয়েছে ডুপ্লেসিস এবং রাইডুর কাঁধে। ওপেনিংয়ে ২০১৮ সালের মতো এবছরও সমান ব্যর্থ ওয়াটসন। মধ্য ক্রমে রান পারছেন না কেদার যাদবও। তবে গত দিন ম্যাচ জিততে না পারলেও জাদেজার অর্ধশত রান এবং ধোনির ৪৭ রানের ইনিংস দেখে অবশ্যই আশায় বুক বাঁধছেন চেন্নাই ফ্যানেরা। গত ম্যাচে যেভাবে মরিয়া লড়াই করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলেন মাহি। তাতে অনেকেই মনে করছেন এই আইপিএলে আরও বেশকিছু ভালো উপহার আসতে চলেছে তার ব্যাট থেকে। তাছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন ড্যারেন ব্রাভোও।সেক্ষেত্রেও অলরাউন্ডার হিসেবে তার যোগদান অনেকটাই স্বস্তিদায়ক চেন্নাই শিবিরের কাছে। বোলিংয়ের ক্ষেত্রে অবশ্য বেশ কিছুটা চিন্তার অবকাশ থেকেই যায়। ম্যাচ শেষে আগের দিনও ধোনি জানিয়েছিলেন — শেষের ওভার গুলিতে এখনও যথেষ্ট রান খরচ করে ফেলছি আমরা।


এই ম্যাচে শার্দুল ঠাকুর, পীযূষ চাওলা, দীপক চাহাররা কতটা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন সেদিকে চোখ থাকবে সকলেরই। বিশেষ করে শেষের দিকের ওভার গুলিতে ক্যাপ্টেন কুল কিভাবে ব্যবহার করবেন তার বোলারদের সেটাই এখন দেখার।
তবে কাগজে-কলমে এই ম্যাচে কিছুটা এগিয়ে রাখতেই হয় কিংস ইলেভেন পাঞ্জাবকে। আর এগিয়ে রাখতে হবে রাহুল এবং আগরওয়ালের ফর্মের জন্যই। তবে আগের দিনের মতোই যদি এম্যাচেও শুরুর দিকে রাহুল এবং মায়াঙ্ককে ফেরাতে পারে চেন্নাই। তবে বেশ অনেকটাই চলে যেতে পারে ধোনির পকেটে।
কিংস ইলেভেন পাঞ্জাব(সম্ভাব্য দল): কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল/ক্রিস গেইল ,ক্রিস জর্ডন, সরফরাজ খান,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, শেলডন কর্টেল,মহম্মদ শামি।
চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল): শ্যেন ওয়াটসন,ফ্যাফ ডুপ্লেসিস,অম্বতি রাইডু,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক),ড্যারেন ব্রাভো, স্যাম ক্যুরান,কেদার যাদব, শার্দুল ঠাকুর ,রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, দীপক চাহার।