দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:শেষ কয়েক মরশুম ধরেই আরসিবি-র পেস বোলিং আক্রমণের গুরুদায়িত্ব পালন করছেন পেসার নভদীপ সাইনি। তাঁর আগুন ঝড়ানো পেস বোলিং আর ইয়র্কার ঝামেলায় ফেলেছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের। ইতিমধ্যে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট দলের নিয়মিত সদস্যও তিনি। কিন্তু গতকালের একটি ঘটনা হটাত্ করে নতুন বিতর্ক জন্ম দিয়েছে।
বিতর্কের সূত্রপাত হয়, যখন ব্যাচ চলাকালীন তাঁর পায়ের জুতো ক্লোজ শটে ধরা হয়। দেখা যায় সেখানে কিছু লেখা রয়েছে। ইংরেজিতে লেখা দু লাইনের একটি মেসেজ। যার মর্মার্থ ‘ যা খুশি হয় হোক, দ্রুত আরও দ্রুত বল করো’। ‘ফা* ইট,বোওল ফাস্ট’। কিন্তু নিজের জুততে কেনো এমন লিখলেন, কেই বা লিখে দিয়েছে সেই মেসেজ। এবারের আইপিএল এ এখনো পর্যন্ত ৪ টি ম্যাচে ৬ রান দিয়ে ৩ উইকেট দখলে রেখেছেন সাইনি।


নেটিজেন দের অনেকেই এই মেসজটি নভদীপের গার্লফ্রেন্ডের লেখা মোটিভেটেড মেসেজ বলছেন, কেউ বা বলছেন এটা নভদীপ নিজেই লিখেছেন। কিন্তু যেই লিখুক, এই মেসেজ যে সাইনিকে মোতিভেট করতেই লেখা সে বিষয়ে কেউ সন্দেহ প্রকাশ করছেন না।
তবে টিভি ধারাভাষ্যকার ও নেটিজেনদের কিছু অংশের মতে কিছুদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে সাইনির অসাধারণ বোলিং সমর্থকদের মন কেড়ে নিয়েছে। হয়তো সেই বোলিং এর ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি নিজেকে মোটিভেট করতে এমন মেসেজ লিখেছেন নিজের জুততে। আবার কিছু অংশের মতে, এ নিছক ভাইরাল ট্রেন্ড হওয়ার উপায়।
তবে সে যাই হক, শনিবার আইপিএলে তাঁর দক্ষতা তিনি প্রমাণ করেছেন। সেদিন ছিলো ছিল ‘ডবল হেডার’। ওই দিনের প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল রাজস্থানের। আর সেখানেই ক্যামেরাতে ধরা পড়ে সাইনির জুতোয় লেখা ‘ফা* ইট,বোওল ফাস্ট’। অর্থাৎ আরও জোরে বল করার জন্য নিজেই নিজেকে মোটিভেট করার চেষ্টা করছেন সাইনি। যদিও এই বিষয়ে সাইনির নিজস্ব বক্তব্য সামনে আসেনি। হয়তো নিজের অনুরাগীদের এই ঔত্সুকতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তিনি।