দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজই আইপিএলে দিল্লির হয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তার আগে রিষভ পান্থের জন্মদিনে তার প্রতি শুভেচ্ছাবার্তায় ভরে উঠলো সোশ্যাল মিডিয়া। বিসিসিআই থেকে শুরু করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন নক্ষত্ররাও।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রিষভ পান্থের ম্যাচ জেতানো অর্ধশত রানের ভিডিও শেয়ার করে টুইট করে বিসিসিআই। অন্যদিকে দুবাইয়ে টিমের পক্ষ থেকেও পালিত হয় ঋষভের জন্মদিন।
“ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান রিষভ পান্থকে জন্মদিনের শুভেচ্ছা। ঘড়ির কাঁটা পিছনে ঘুরিয়ে আসুন আরেকবার দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার ম্যাচ জেতানো অর্ধশতরান।”
পান্থের সাথে নিজের ছবি শেয়ার করে টুইট করেন ভারতীয় ক্রিকেটের রাজপুত্র যুবরাজ সিংহও।নিজস্ব ভঙ্গিমায় মজা করে তিনি লেখেন
” ‘জিসকা নাম হ্যায় প্যান্ট অর হরকত হ্যায় নিক্করবালী’ – সেই রিষভ পান্থকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এবারের আইপিএল ভালো কাটবে তোমার।”
অন্যদিকে দিল্লি সতীর্থ পান্থকে শুভেচ্ছা জানিয়েছেন নজতবরের নবাব বীরেন্দ্র সেওয়াগও। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন-
” শুভ জন্মদিন রিষভ। আমি আশা রাখি একদিন তোমাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে দেখতে পাবো। তোমার মধ্যে সম্ভাবনা আছে, ভগবান তোমাকে সঠিক পথ দেখান। লাগাতার ঠিক কাজ করো এবং খেলে যাও।”
ভারতীয় ক্রিকেটের রথী-মহারথীদের কাছে পাওয়া এই শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই কম নয় তরুণ পান্থের কাছে। নিজের মধ্যে থাকা সম্ভাবনাকে কাজে লাগিয়ে আশা করি এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে পৌঁছাবেন তিনি। আইপিএলের গত ম্যাচে ভালো টাচে দেখা গেছে তাকে। আজ জন্মদিনের উপহার হিসেবে ফ্যানেদের জন্য ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি অসাধারণ ইনিংস খেলতে পারেন কিনা রিষভ পান্থ সেটাই এখন দেখার।
আরও পড়ুন: ওয়াটসন-ডুপ্লেসিসের দাপুটে ইনিংস, ১০ উইকেটে পাঞ্জাববধ চেন্নাইয়ের