দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পরিবেশ সুরক্ষার কথা শোনা যায় প্রায়ই। কিন্তু সেদিকে আদৌ আমাদের সচেতন পদক্ষেপ রয়েছে কি? আদৌ কি আমরা পালন করছি পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাবার অঙ্গীকার?
এবার সেই প্রশ্নের সামনেই আমাদের আরেকবার দাঁড় করিয়ে দিলেন পাকিস্তানের তারকা পেসার ওয়াসিম আক্রম। ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে নিয়ে স্ত্রীকে নিয়ে পাকিস্তানের এক সি-বিচে ঘুরতে গিয়েছিলেন ওয়াসিম। আর সেখানেই সমুদ্রের তীর বরাবর প্রচুর জঞ্জালের স্তূপে পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেল থেকে ভিডিও করে বিষয়টি সকলের সাথে শেয়ার করেছেন ওয়াসিম।
আরও পড়ুনঃ রিষভ পান্থের জন্মদিনে টিম সহ শুভেচ্ছা, সেওয়াগ-যুবরাজ এবং বিসিসিআইয়ের
ভিডিওতে তিনি বলেন “আমি বলতে চাইছি কাউকে দোষ দেবার আগে দেশবাসী হিসেবে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত। আমরা সব জায়গায় বলে বেড়াই পাকিস্তান কত সুন্দর দেশ, আমিও সে কথা অস্বীকার করছি না। এখানকার অনেক মানুষই ভালো, কিন্তু স্ত্রীর সঙ্গে সকালে সি বিচে বেড়াতে এসে যে দৃশ্য আমি দেখলাম তা আমাকে সত্যি উদ্বিগ্ন করেছে। সমুদ্রের বয়ে আনা জঞ্জাল যত্রতত্র স্তূপাকার হয়ে পড়ে রয়েছে সারা বেলাভূমি জুড়ে। আমরা এভাবেই আমাদের পরিবেশকে নোংরা করে চলেছি। যারা পরিবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলেন তারা এবার এখানে এসে কাজ শুরু করুন।”