

দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবার বল বিকৃতি কান্ড, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের পর এবার নাম জড়াল ইংল্যান্ড সাসেক্স ক্লাবের পেস বোলার মাইকেল ক্লেডনের।গত ২৩শে আগস্ট বব উইলস ট্রফির মিডিলসেক্সের বিরুদ্ধে খেলা ম্যাচে ক্লেডন বলের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেন বলে অভিযোগ।অভিযোগ ওঠার পরেই সাসেক্স ক্রিকেট ক্লাবের তরফে আগামী ছম্যাচের জন্য সাসপেন্ড করা হয় তাকে।
গত ৩০ শে সেপ্টেম্বর সিডিসি প্যানেলের বৈঠকে কার্যত তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন মাইকেল ক্লেডন। এর পরেই ক্রিকেট ডিসিপ্লিন কমিশন প্যানেলের তরফ থেকে অতিরিক্ত আরও তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম বিধি অনুযায়ী ৩.৩ ও ৩.৭ ধারা লঙ্ঘন করেছেন ক্লেডন।
আরও পড়ুনঃ বিরাটের বিরাট শো নাকি রাবাডার বাউন্সার আজ দুবাইতে কে হবে ‘বেস্ট’
যদিও সাসেক্সের তরফে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি পূনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। তাদের মত ইতিমধ্যেই ছটি ম্যাচের সাসপেনশন পালন করেছেন মাইকেল ক্লেডন।এই সাসপেনশন চলতে থাকলে ভিটালিটি ব্লাস্ট কোয়ার্টার-ফাইনালে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে প্রথম কাউন্টিও মাঠে নামতে পারবেন না তিনি।
যদিও ইসিবি সিডিসির সম্পূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত সময়ে প্রকাশ করবে। এই ঘটনার সাথে সম্পর্কিত থাকায় সাসেক্সের বিরুদ্ধেও ইসিবি নির্দেশিকা ৩.৩ এবং ৩.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।