দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবার বড় আঘাত দিল্লি ক্যাপিটালস শিবিরে। আঙুলের চোটের কারণে এ বছরের মতো আইপিএলকে বিদায় জানাতে হচ্ছে দিল্লির বর্ষিয়ান লেগস্পিনার অমিত মিশ্রকে। মরশুমের প্রথম ম্যাচেই কাঁধে চোট পাওয়ার কারণে দলের বাইরে চলে যেতে হয়েছিল অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দন অশ্বিনকে। তাঁর জায়গাতেই আক্সার প্যাটেলের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে দলে এসেছিলেন ৩৭ বছর বয়সী লেগস্পিনার অমিত মিশ্র। আইপিএলে অমিতের রেকর্ড সত্যিই অনবদ্য। শুধু যে আইপিএলের সেরা উইকেট শিকারীদের মধ্যে অন্যতম তিনি তাই নয়, ১৫০ ম্যাচে ১৬০ টি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীকে তালিকায় তিনি ছিলেন দ্বিতীয় স্থানে।
এহেন অমিত মিশ্র নিজের নামের প্রতি সুবিচার করেছেন এ মরশুমেও। প্রথমদিকে দল তাকে ফ্রন্টলাইন লেগ স্পিনার হিসেবে গণ্য না করলেও একবার চান্স পাওয়ার পরে নিজের যোগ্যতা প্রমাণ করতে কোন খামতি রাখেননি তিনি।মাত্র তিন ম্যাচ খেলে তিনটি উইকেট তুলে নেন তিনি। এমনকি শারজার মতো ব্যাটিং সহায়ক পিচেও ২ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন অমিত।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচেই নিজের বলে নিতিশ রানার ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান মিশি।কিন্তু ওভার শেষ না করে মাঠের বাইরে চলে যাননি এই দৃঢ়প্রতিজ্ঞ লেগ স্পিনার। তবে একজন স্পিনারের পক্ষে বোলিং হ্যান্ডের অনামিকায় চোট ভীষনই ভয়ঙ্কর। একই ঘটনা ঘটল অমিত মিশ্রর ক্ষেত্রেও। দিল্লি টিম ম্যানেজমেন্ট তরফে জানানো হয়েছে এবারের মতো আর মাঠে দেখা যাবে না অমিত মিশ্রকে।
যদিও স্পিন বিভাগে এখনো অনেকগুলি অপশন রয়েছে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছে, আক্সার প্যাটেল ছাড়াও রয়েছেন সন্দীপ লামিছানে। ভারতীয় বোলারদের মধ্যে রয়েছেন অঙ্কিত সোনি, শুভম সিংহ, প্রভীন দুবের মতো তরুণ স্পিনাররা। তবে একথা ঠিক যে অমিত মিশ্রর দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব নিশ্চয়ই বোধ করবে তারা।