29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    পৃথ্বী-পান্থ-স্টইনিসের ত্রিফলা আক্রমণে আক্রান্ত ব্যাঙ্গালোর, ১৯৭ রানের ‘Virat’ টার্গেট সামনে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ১৯ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে টসে জিতে আজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। তবে শুরুটা আজ মোটেই ভাল হয়নি ব্যাঙ্গালোরের পক্ষে।

    গতম্যাচে যেখানে শেষ করেন সেই মারমুখী মেজাজেই আজ শুরু করেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। ১৮২ স্ট্রাইক রেট বজায় রেখে মাত্র ২৩ বলে ৫ টি চার ২ টি ছয়ের সাহায্যে ৪২ রান করেন পৃথ্বী শ। মাঠের চারদিকেই আজ অবাধ বিচরণ ছিল তার। সিরাজের বলে ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাবার আগে অবধি আজ কোন বোলারকেই রেয়াত করেননি তিনি। তার সঙ্গে আজ যোগ্য সঙ্গত দেন শিখর ধাওয়ানও। ২৮ বলে ৩টি চারের সাহায্যে ৩২ রানের সাবধানী ইনিংস উপহার দেন তিনি।

    কিন্তু এই সুন্দর শুরুকে বড় রানের ইনিংসে কনভার্ট করার আগেই দুরন্ত বলে তাকে সাজঘরে ফেরান ইসুরু উদানা। আজ বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি গত দিনের নায়ক শ্রেয়াস আইয়ারও।বিদ্যুতের দুরন্ত ক্যাচের সৌজন্যে মঈন আলীর বলে মাত্র ১১ রানেই ফিরে যেতে হয় তাকে। দিল্লির দলগত স্কোর তখন ১১.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯০ রান।

    আরও পড়ুনঃ এবারের মত আইপিএল থেকে বিদায় নিলেন অমিত মিশ্র

    কিন্তু দলের ডুবতে থাকা তরী তীরে ভেরাতে আজ দায়িত্ব কাঁধে তুলে নেন মার্কাস স্টইনিস এবং রিষভ পান্থ। উইকেট শিকারী মঈন আলি এবং তারকা বোলার সাইনির বলে একের পর এক বড় শট নিতে থাকেন তারা। যদিও ইতিমধ্যেই চাহাল এবং সাইনির বলে দুদুবার জীবনদানও পান তিনি। তবে আজ সেই সুযোগকে কাজে লাগাতেও কোন ভুল করেননি স্টইনিস। মাত্র ২৮ বলেই মারমুখী ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলে স্টইনিস-পান্থ জুটি। ক্রমশই স্লগ ওভারে ব্যাঙ্গালোরের পক্ষে মারাত্মক হয়ে উঠতে শুরু করেন তারা।

    ২৫ বলে ৩ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে পান্ত ৩৭ রান যোগ করেন পান্থ।১৯ তম ওভারে সিরাজের দুরন্ত ইয়র্কারে সাজঘরে ফিরতে হয় পান্থকে। তবে ধৈর্য হারাননি স্টইনিস। মাত্র ২৬ বলে ৬ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৫৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। মুলত তাদের এই অসাধারণ পার্টনারশিপের দৌলতেই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৯৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে দিল্লি।

    আবুধাবির পিচে এই টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া যথেষ্ট কঠিন হবে কোহলিদের পক্ষে। চাপের মুখে স্নায়ু শক্ত রেখে কিভাবে এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চেষ্টা করেন চেজ মাস্টার কোহলি সেটাই এখন দেখার।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...