দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের ১৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ম্যাচের জয়ের পর দুদলের মনোবলই ছিল তুঙ্গে। আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে পৃথ্বীর ঝড়ো ৪২, রিষভের ৩৭ ও মার্কাস স্টইনিসের ৫৩ রানের মারমুখী ইনিংসের দৌলতে ১৯৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর। মাত্র ৪ রান করে রবিচন্দন অশ্বিনের বলে মার্কাস স্টইনিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গত ম্যাচের নায়ক দেবদূত পাডিকাল। দুবার জীবনদান পেলেও আজ সুযোগ কাজে লাগাতে পারেনি অ্যারণ ফিঞ্চও।মাত্র ১৩ রান করে আকসার প্যাটেলের বলে পান্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। ফলতো সমস্ত দায়িত্ব এসে পড়ে চেস মাস্টার কোহলি এবং ডিভিলিয়ার্সের কাঁধে।
পৃথ্বী-পান্থ-স্টইনিসের ত্রিফলা আক্রমণে আক্রান্তব্যাঙ্গালোর, ১৯৭ রানের ‘Virat’ টার্গেট সামনে
কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি ডিভিলিয়ার্সও। ভালো শুরু করলেও নোকিয়ার বলে শর্ট আর্ম জ্যাব শট নিতে গিয়ে শিখর ধাওয়ান এর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আরসিবির দলগত স্কোর তখন ৩ উইকেটের বিনিময়ে ৪৫ রান।মঈন আলিকে বড় মাঠের সুযোগকে কাজে লাগিয়ে সিঙ্গেল ডাবলসের মাধ্যমে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন বিরাট কোহলি। কারণ কার্যত তারাই ছিলেন দলের শেষ ভরসা। কিন্তু অপরপক্ষে চাপ বাড়াতে থাকে দিল্লির বোলাররাও।
শেষ পর্যন্ত বড় শট নিতে গিয়ে আকসার প্যাটেলের বলে হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে সাজঘরে ফিরে যান মঈন। বাধ্য হয়ে নিজেই বড় শট খেলতে শুরু করেন কোহলি।হর্শল প্যাটেলের বলে একটি ওভার বাউন্ডারি মেরে কিছুটা চাপ কমানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পরের ওভারেই রাবাডার দুরন্ত বলে পান্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তাকে। ৩৭ বলে ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে আজ তিনি যোগ করেন ৪২ রান। এই উইকেটে সাথেসাথেই ব্যাঙ্গালোরের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় দিল্লি।
১৬ তম ওভারে রাবাডার বলে পরপর দুটি চার মেরে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ওভারের শেষ বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় ওয়াশিংটন সুন্দরকেও।নিজের শেষ তম ওভারে আরও মারাত্মক হয়ে ওঠেন রাবাডা। একই সাথে শিবম দুবে এবং উদানার উইকেট তুলে নেন তিনি। ফলতো শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রানেই শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের ইনিংস। ৫৯ রানের বড় জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন রাবাডা। নিজের নির্ধারিত ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন অনরিখ নকিয়া। গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন আকসার প্যাটেলও।
এই জয়ের সাথে সাথেই লিগ টেবিলে প্রথম স্থানে উঠে এলো দিল্লি। পাঁচ ম্যাচে চারটি জয়ের সাহায্যে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।