দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের মহারণে গতকাল মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালোর এবং দিল্লি। যদিও দিনটা ভালো যায়নি ব্যাঙ্গালোরের জন্য। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে রান এসেছে বটে, তবে দিল্লির বিরুদ্ধে কাঙ্খিত জয় আসেনি। তবে সুখবরের ঝুলি একেবারে শূন্য নয় বিরাটের জন্য। যদিও বারবার তিনি বলেছেন দলের জয় যতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মাইলফলক ততটা নয়। কিন্তু বিরাটভক্তদের জন্য কালকের ম্যাচ বয়ে এনেছে এক আনন্দ সংবাদ।
কাল ৩৭ বলে তিনটি চার ও দুটি ছয় সহযোগে ৪২ রানের ইনিংস উপহার দেন কোহলি। এই ইনিংসের সাথে সাথেই টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৯০০০ রানের মালিক হলেন তিনি। যা যেকোনো ভারতীয় খেলোয়াড়ের পক্ষেই সর্বোচ্চ। শুধু তাই নয় এই সুন্দর ইনিংসের সাথে সাথে ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে সর্বোচ্চ রানের মালিক হলেন কোহলি। আইপিএলে মাত্র ১৮২ টি ম্যাচ খেলে ৫টি শতরান ও ৩৭ টি অর্ধশতরান সহযোগে আপাতত তার সংগ্রহ ৫৫৪৫ রান।
আরও পড়ুনঃ আইপিএল থেকে বিদায় ভুবনেশ্বরের, বাদ পড়তে পারেন অস্ট্রেলিয়া সফরেও
এক্ষেত্রে তার পিছনেই রয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে মাত্র ১৯৩টি ম্যাচ খেলে ১টি শতরান ও ৩৮ টি অর্ধশতরানের সৌজন্যে ৫০৭৪ রান সংগ্রহ করেছেন তিনি। কোহলির এই অসামান্য রেকর্ডের পরেই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। দল এবং ভক্তরাতো বটেই, কোহলির প্রশংসায় মুগ্ধ ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্ররাও।
ম্যাচ দেখার পরেই ভারতীয় তারকা অফস্পিনার হরভজন সিংহ কোহলিকে শুভেচ্ছা জানাতে গিয়ে লেখেন “টি-টোয়েন্টি ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করলেন অধিনায়ক বিরাট কোহলি। এগিয়ে চলো চ্যাম্পিয়ান, শুভেচ্ছা তোমায়। আশা করি আরো অনেক রান আসবে তোমার ঝুলিতে।”