26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    চার দিনের লড়াই শেষ, প্রয়াত আফগানিস্তান জাতীয় দলের টপঅর্ডার ব্যাটসম্যান নাজিব তারাকাই

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:জীবনযুদ্ধে হার মানলেন আফগান ওপেনার নাজিব তারাকাই। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে
    হাসপাতালে মৃত্যুর সঙ্গে দিন চারেক লড়াই চালিয়ে শেষমেশ হার মানলেন নাজিব। আফগানিস্তানের জাতীয় দলের টপঅর্ডার ব্যাটসম্যান মাত্র ২৯ বছর বয়সেই এই পৃথিবীছেড়ে বিদায় নিলেন।

    উল্লেখ্য, গত শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন নাজিব। শনিবার আফগান ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় তাঁর দুর্ঘটনার খবর প্রকাশ হয়েছিল। আজ মঙ্গলবার সেই আফগান ক্রিকেট সংস্থাই টুইটারে নাজিবের মৃত্যুর খবর প্রকাশ করে।

    এসিবি-র তরফে অশ্রুসজল টুইট করা হয়, লেখা হয় ‘আগ্রাসী ওপেনার তথা অসাধারণ মানুষ নাজিব তারাকাইয়ের মৃত্যুর বেদনাদায়ক খবরে আফগানিস্তান ক্রিকেট সংস্খা ও ক্রিকেটপ্রেমী দেশের প্রত্যেকেই গভীরভাবে শোকাহত। ট্র্যাজিক দুর্ঘটনায় ২৯ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যুতে আমরা হতভম্ব। ঈশ্বর তাঁর প্রতি কৃপা করুণ।’

    প্রসঙ্গত, বিগত ২০১৪ সালে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাজিবের। আফগানিস্তানের হয়ে ১২টি আন্তর্জাতিক টি-২০ ও ১টি ওয়ান ডে খেলেন তিনি। ২০১৭ সালের মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ৯০ রানের ব্যাক্তিগত ইনিংস খেলেন তারাকাই।

    তাঁর কেরিয়ারের একমাত্র ওয়ান ডে ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। গতবছর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষবার আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন।

    যদিও তাঁর ক্রিকেট কেরিয়ারে ২৪টি ফার্স্ট ক্লাস ও ১৭টি লিস্ট-এ ম্যাচ খেলেন নাজিব। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সব মিলিয়ে কেরিয়ারে ৩৩টি টি-২০ ম্যাচ খেলেছেন নাজিব তারাকাই। তাঁর মৃতুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...