দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আবুধাবিতে আইপিএলের কুরুক্ষেত্রে মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।নিজেদের গত ম্যাচে ওয়াটসন এবং ডুপ্লেসিস অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে ১০ উইকেটে অনবদ্য জয় তুলে নিয়েছে চেন্নাই। ফলতো তাদের মনোবল এখন তুঙ্গে। অন্যদিকে নিজেদের গত ম্যাচে আবার হারের সম্মুখীন হতে হয়েছে কলকাতাকে।
কলকাতা শিবিরের ক্ষেত্রে অবশ্য সমস্যা অনেক। প্রশ্ন উঠেছে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়েও।এতগুলি লাগাতার হারের পিছনে খারাপ অধিনায়কত্ব যে একটি বড় কারণ এ নিয়ে কোন সন্দেহ নেই। ওপেনিংয়ে সুনীল নারায়ন বারবার ব্যর্থ হলেও তার জায়গায় রাহুল ত্রিপাঠীকে খেলানোর কথা ভাবেনি কলকাতা। অথচ গত ম্যাচে রাহুল প্রমাণ করেছেন তাকে বাইরে রাখাটা কত বড় ভুল সিদ্ধান্ত। ভালো শুরু পেলেও গত কয়েকটি ম্যাচের একটিতেও বড় রান করতে পারেনি নিতিশ রানা। অথচ তারকা ব্যাটসম্যান ইয়ন মর্গ্যানকে কেন তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হচ্ছে না তাই নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে দীনেশ কার্তিকের নিজের ফর্ম নিয়েও।গত কয়েকটি ম্যাচের একটিতেও তেমনভাবে রান পাননি তিনি। রান পাননি তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলও।
আরও পড়ুনঃআবুধাবিতে লাজাবাব ‘বুম বুম’ বুমরাহ, নীল-ঝড়ে উড়ে গেল রাজস্থান
বোলিংয়ের ক্ষেত্রেও সুনীল নারায়ন তেমন ফর্মে না থাকায় দায়িত্ব এসে পড়েছে একা প্যাট কামিন্সের কাঁধে। যদিও তরুণ শিবম মাভি এবং কামলেশ নাগরকোটির পারফরম্যান্স যথেষ্ট ভালো। তবে একথা স্বীকার করতেই হবে যে অভিজ্ঞতার অভাব ভোগাচ্ছে তাদের। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী যথেষ্ট ভালো পারফর্মেন্স করেছেন ঠিকই তবে সুনীল নারায়নকে সেভাবে পাশে না পাওয়ায় চিন্তা বেড়েছে কলকাতা শিবিরের।
অপরপক্ষে সদ্য সদ্য লয়প্রাপ্তি ঘটেছে চেন্নাই সুপার কিংসের। কয়েকটি ম্যাচে লাগাতার হারের পর গত ম্যাচে পাঞ্জাবকে যেভাবে বিধ্বস্ত করেছে তারা, তার ফলে তাদের মনোবল এখন অনেকটাই তুঙ্গে। ব্যাটিংয়ের ক্ষেত্রে চিন্তা কমেছে রান পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান শেন ওয়াটসন। ফলে ফ্যাফ ডুপ্লেসির পক্ষেও বিষয়টা এখন অনেক সহজ হয়ে গেছে। তাছাড়া দলে ফিরেছেন অম্বতি রাইডু, ড্যারেন ব্রাভোও।যার ফলে অনেকটাই শক্ত হয়েছে চেন্নাইয়ের মধ্যক্রম। ম্যাচ জেতাতে না পারলেও রান পেয়েছেন ধোনি নিজেও। আর এর ফলে অনেক বিশ্লেষক মনে করছেন আরো অনেক সুন্দর ইনিংস আসতে চলেছে ধোনির ব্যাট থেকে।


বোলিংয়ের ক্ষেত্রে চিন্তা অনেকটাই কেটেছে চেন্নাই সুপার কিংসের। দীপক চাহার, স্যাম ক্যূরান এবং শার্দুল ঠাকুর পেস বোলিং অ্যাটাক যেভাবে সামলেছেন তা সত্যিই অনবদ্য। সাথে রয়েছেন ড্যারেন ব্রাভোও।এই বিভিন্নতা চিন্তা অনেকটাই কমিয়েছে ধোনির। স্পিন বোলিংয়ের ক্ষেত্রেও ইমরান তাহিরের জায়গায় খেলা পীযূষ চাওলা সঠিক সময়ে উইকেট তুলে বারবার ম্যাচে ফিরিয়েছেন চেন্নাইকে। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজার অন্তর্ভুক্তিও অনবদ্য।


ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও কাগজে-কলমে এই ম্যাচে অনেকটাই যে এগিয়ে আছে চেন্নাই সুপার কিংস তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে দীনেশ কার্তিক যদি একটু অধিনায়কত্বে মন দেন তবে যে সম্ভাবনা রয়েছে কলকাতার মধ্যে তার পূর্ণ বিকাশ ঘটবে। তখন যেকোন বিপক্ষই কলকাতাকে সমীহের চোখে দেখতে বাধ্য।
চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল)ঃশ্যেন ওয়াটসন,ফ্যাফ ডুপ্লেসিস,অম্বতি রাইডু ,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক),ড্যারেন ব্রাভো, স্যাম ক্যুরান,কেদার যাদব, শার্দুল ঠাকুর ,রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, দীপক চাহার।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল)ঃ শুভমান গিল,সুনীল নারায়ন, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট কিপার),ইয়ন মর্গ্যান, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স,শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং কমলেশ নগরকোটী।