দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ শারজার ময়দানে আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। নিজেদের গত ম্যাচে শোচনীয় হারের পর টুর্নামেন্টে ফিরতে চাইলে এই ম্যাচে জয় তুলে নিতেই হবে রাজস্থানকে। অপরপক্ষে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর মনোবল এখন তুঙ্গে দিল্লির।
তবে শারজার ময়দানে নিজেদের প্রথম দুটি ম্যাচে যথেষ্ট ভাল প্রদর্শন করেছিল রাজস্থান। তাই সেই ময়দানে আবার ফিরতে পেরে নিশ্চয়ই নিজেদের জয়যাত্রা আবার শুরু করতে চাইবে তারা। রাজস্থানের ক্ষেত্রে বড় সুখবর হল ফর্মে ফিরেছেন জস বাটলার। গতদিন মাত্র ৪৪ বলে ৭০রানের দুর্দান্ত ইনিংস খেলে একা হাতে যেভাবে টিমকে এগিয়ে নিয়ে গেছেন তিনি তা সত্যিই অনবদ্য। শারজায় নিজেদের গত ম্যাচগুলোতে রান পেয়েছিলেন সঞ্জু স্যামসন এবং স্টিভ স্মিথও।তাই এই ময়দানে ব্যাটিং পিচের উপর নির্ভর করে আবার নিশ্চয়ই রানের সরণিতে ফিরতে চাইবেন তারা।
তবে বোলিং নিয়ে চিন্তা কিছুটা ভাবাবে রাজস্থানকে।বোলিংয়ের ক্ষেত্রে তারা বড় বেশি নির্ভরশীল জোফরা আর্চারের উপর। গতদিন শ্রেয়াস গোপাল কিছুটা আশা জাগালেও আইপিএলের এই মরশুমে তেমনভাবে কার্যকরী হয়ে উঠতে পারেননি তিনি। তরুণ কার্তিক তিয়াগির, রাহুল তেওয়াটিয়ারও আরেকটু অভিজ্ঞতা দরকার।সেক্ষেত্রে বোলিংয়ের অনভিজ্ঞতার ফল ভুগতে হতে পারে রাজস্থানকে। কারণ যথেষ্ট শক্তিশালী দিল্লির ব্যাটিং লাইনআপ।অবশ্য বেন স্টোকসকে ফিরে পেলে সমস্যা অনেকটাই কমে যাবে রাজস্থানের। কিন্তু আগামী ম্যাচে দিল্লির বিরুদ্ধে তাকে পাবার কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ ওয়ার্নার-বেয়ারস্টো জুটির জোরালো আক্রমণে বিধ্বস্ত পাঞ্জাব, সামনে ২০২ রানের বিশাল টার্গেট
অপরপক্ষে ব্যাঙ্গালোরকে হারানোর পর থেকে দিল্লির মনোবল এখন তুঙ্গে। রানের মধ্যে রয়েছেন পৃথ্বী শ,শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ারও।অলরাউন্ডার হিসেবে মার্কাস স্টইনিস যেভাবে দলের মধ্যক্রমকে সামলাচ্ছেন তা সত্যিই অপূর্ব। সঙ্গ দিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান রিষভ পান্থও।মনে রাখতে হবে শারজার পিচে গত ম্যাচে ২২৮ রানের বিশাল স্কোর খাড়া করেছিল দিল্লি। মাত্র ৪৪ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।সব দিয়েছিলেন পৃথ্বী শ, রিষভরাও।
বোলিংয়ের ক্ষেত্রে কাগিসো রাবাডার কথা উল্লেখ না করলেই নয় এবং তাকে অসাধারণভাবে সঙ্গ দিয়েছেন অনরিখ নকিয়া। স্পিন বিভাগের ক্ষেত্রেও দিল্লির বোলিং অনবদ্য। অমিত মিশ্র বাইরে চলে যাওয়ায় কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই। কিন্তু ফিরে এসেছেন রবিচন্দন অশ্বিন এবং যেভাবে তার সঙ্গ দিচ্ছেন আক্সার প্যাটেল তাতে দিল্লির বোলিং যে আইপিএল এর অন্যতম শক্তিশালী বোলিং স্কোয়ার্ড এ নিয়ে কোন সন্দেহ নেই।
তাই খাতায়-কলমে কিছুটা হলেও এগিয়ে রাখতেই হবে দিল্লিকে। তবে ক্রিকেট মজার খেলা,কাল চার্জার ময়দানে একবার যদি ফর্মে ফিরতে পারেন সঞ্জু স্যামসান, জস বাটলার এবং স্টিভ স্মিথ তাহলে ছোট মাঠে রান বেঁধে রাখা সত্যিই অসম্ভব হয়ে পড়তে পারে দিল্লির জন্য।
রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল): স্টিভ স্মিথ অধিনায়ক, জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,যশস্বী জয়সওয়াল,মহীপাল লোমরোর, রাহুল তেওয়াটিয়া, টম কুর্যান,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,অঙ্কিত রাজপুত,কার্তিক তিয়াগী।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল): শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),রিষভ পন্থ (উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন,আক্সার প্যাটেল,কাগিসো রাবাডা অনরিখ নকিয়া,হর্শল প্যাটেল।