দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ইয়ান বেলের কথা ভুলে যেতে পারবেন না কোন ক্রিকেটপ্রেমীই।ভারতীয় অনেক ক্রিকেট বিশ্লেষকই তাকে ইংল্যান্ডের রাহুল দ্রাবিড় বলে ডাকতেন। সেই ইয়ান বেলের খেলার কথাই মনে করালেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার অলি পোপ। ২৪ জুলাই ২০২০, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অলি পোপের ইনিংস দেখে টুইটারে শচীন লিখেছিলেন “তৃতীয় টেস্টে অলি পোপের ব্যাটিং দেখে মনে হচ্ছে তার ক্রিকেটিং রোল মডেল ইয়ান বেল। দুজনের ট্রান্স এবং ফুটওয়ার্ক আমার একদম এক বলে মনে হয়েছে। “
অলি পোপের ব্যাটিং নিয়ে লিটল মাস্টারের এই মন্তব্য সাড়া ফেলেছিল তখনই। এবার একই সুরে যোগ দিলেন ইংল্যান্ডের অপর এক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসনও।সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্রিকেট সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান “অলি পোপ আমাকে তরুণ ইয়ান বেলের কথা মনে করায়। ভীষণ গভীরতা রয়েছে ওর ব্যাটিংয়ে। খুবই ভালো খেলোয়াড় ও এবং টেকনিক্যালিও খুব সুদৃঢ়। ওর ডিফেন্স সোজা এবং দুর্দান্ত শুধু যদি স্পিনারদের বিরুদ্ধে আরেকটু তীব্রতা দেখাতে পারে তাহলে ও আকাশ ছু্ঁতে সক্ষম।”
যদিও এসব নিয়ে মোটেই মাথা ঘামাতে চান না পোপ নিজে। সাংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” আমি ওনাদের মন্তব্যকে শুধুমাত্র পজেটিভ হিসেবে দেখছি। ইয়ান বেল একজন অসাধারণ খেলোয়াড়। সত্যি কথা বলতে তার খেলাকে আমি যতটা না নিজে অনুসরণ করেছি তার চেয়েও অনেক বেশি আকস্মিক আমাদের দুজনের ব্যাটিং স্টাইলের এই মিল।”
ইংল্যান্ডের হয়ে মাত্র ২২ বছর বয়সে ১৩টি টেস্ট খেলে ফেলেছেন এই তরুণ। ৩৭.৯৪ গড়ে টেস্ট ক্রিকেটে তার মোট সংগ্রহ ৬৪৫ রান। যার মধ্যে রয়েছে ৫টি অর্ধশতরান ও ১টি দুরন্ত শতরান। তবে পোপ নিজেও জানেন পূর্ণাঙ্গ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে জায়গা পেতে গেলে এখনও তাকে হাঁটতে হবে অনেকটা পথ। তবে ইংল্যান্ডের হয়ে নিশ্চয়ই আশা জাগাচ্ছেন তরুণ অলি পোপ।