দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আবুধাবির মাঠে আজ আইপিএলের মহারণে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব।টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। শুরুটা মোটেই সহজ ছিল না তাদের জন্য। ফর্মে থাকা ত্রিপাঠিকে মাত্র চার রানে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে কেকেআরকে চাপে ফেলে দেন শামি। দুর্ভাগ্যজনক দ্রুত দুর্ভাগ্যজনকভাবে দ্রুত রান আউট হয় রানআউট হয়ে প্যাভিলিয়নে রওনা দেন রানাও। কিন্তু আজও কে কে আরের ভরসা হয়ে ওঠেন তরুণ শুভমন গিল।
প্রথমে ইয়ান মর্গানকে সাথে নিয়ে সাবধানী হাতে ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু ২৩ বলে ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৪ রান করে রবি বিশনোইয়ের বলে যখন ফিরতে হয় মর্গানকে তখন অনেকেই ভেবেছিলেন আর আবার সমস্যার মুখে পড়বে কে কে আর। কিন্তু বিধ্বংসী ব্যাটিংয়ে আজ নিজের সমস্ত সমালোচকদের দারুণ জবাব দেন কার্তিক। মাত্র ২৯ বলে ৮টি চার ২ দুটি ছয় মেরে দুর্দান্ত ৫৮ রানের ইনিংস উপহার দেন তিনি। ৪৭ বলে ৫ টি অসাধারণ চারের সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন শুভমন গিলও। তবে রান আউট আজ পিছু ছাড়েনি কলকাতার। মোক্ষম সময়ে তরুণ সিমরন সিংহের অসাধারণ ফিল্ডিংয়ের সৌজন্যে রান আউট হয়ে ফিরতে হয় দুজনকেই। মূলত এই কারনেই নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই মারমুখী মেজাজে শুরু করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। গত দুটি ম্যাচে ভাল রান পেলেও আজ ফর্মে ছিলেন মায়াঙ্ক এবং রাহুল। তাদের অসাধারণ ব্যাটিংয়ের সামনে আজ ফিকে হয়ে গিয়েছিল কলকাতার সমস্ত বোলারদের জাদু। সচেতন দক্ষতায় সুনীল নারিনের মতো অভিজ্ঞ বলারকেও আজ যেভাবে বারবার মাঠের বাইরে পাঠান দুজনে তা সত্যিই অনবদ্য। যার ফলে নিজের নির্ধারিত চার ওভারে ২৯ রান খরচ করে ফেলেন অভিজ্ঞ প্যাট কামিন্সও।
আরও পড়ুনঃ অশ্বিনের ঝড়ে ঘর ভাঙলো রাজস্থানের, দিল্লি’র ভাগ্য পঞ্চমে
১৫ তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে ফেরার আগে অবধি মাত্র ৩৯ বলে ৬টি চার ও ১টি দুর্দান্ত ছয়ের সাহায্যে ৫৬ রানের ইনিংস উপহার দেন মায়াঙ্ক।৫টি দুর্দান্ত চারের সাহায্যে নিজের অধিনায়কচিত অর্ধশতরান পূর্ণ করেন রাহুলও।শুধু বাউন্ডারি নয় বড় মাঠকে কাজে লাগিয়ে যেভাবে সিঙ্গেল ডবলস তুলে নেন তিনি তাও সত্যি অনবদ্য।
অন্যদিকে আজ ভালো শুরু করেন নিকোলাস পুরানও। ১৬ তম ওভারে পরপর দুটি বড় শট নিয়ে তিনি বুঝিয়ে দেন গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন আজ সেখান থেকেই শুরু করবেন তিনি। কিন্তু ১৮ তম ওভারে যদি মাত্র ১৬ রানে পুরান ফিরিয়ে কলকাতাকে কিছুটা ম্যাচে ফেরান সুনীল নারিন।পরের ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে চাপের মুখে ফিরতে হয় সমীরন সিংহকেও।একই ওভারে ৭৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে বোল্ড হয়ে ফিরে যান রাহুলও।
শেষ ওভারে সুনীল নারিনের সামনে ১৫ রান করে জয় তুলে নেওয়া সত্যি চাপের ছিল পাঞ্জাবের পক্ষে এবং চাপের মুখে বড় শট খেলতে গিয়ে আউট হন মনদীপ সিংহ। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৭ রান। শেষ বলে চার মারলেও জয় আনতে পারেননি ম্যাক্সওয়েল। ২ রানে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ৬ পয়েন্টের সাথে লীগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল কলকাতা।