দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ দুবাইয়ের ময়দানে আইপিএল ডবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং ব্যাঙ্গালোর। গুরু-শিষ্যের লড়াইতে টসে জিতে নতুন ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা অবশ্য মোটেই ভাল হয়নি তাদের জন্য। ৯ বল খেলে মাত্র ২ রান করে দীপক চাহারের দুরন্ত সুইং বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ।
প্রথমেই ধাক্কা খেয়ে সাবধানী হাতে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা শুরু করেন দেবদূত পাডিক্কাল এবং অধিনায়ক বিরাট কোহলি। ৩৪ বলে ২টি চার ১ টি ছয়ের সাহায্যে ৩৩ রান করে শার্দূল ঠাকুরের বলে দেবদূত আউট হলেও প্রথম থেকেই আজ স্বকীয় ভঙ্গিমায় দেখা যায় রান মেশিনকে। যদিও শূন্য রানে ডিভিলিয়ার্সকে ফিরিয়ে দিয়ে আজ চাপ বাড়িয়েছিলেন শার্দুল কিন্তু আজ ধৈর্য হারাননি কোহলি। মাঠের চারদিকে অসাধারণ শট খেলে মাত্র ৫২ বলে ৪টি ছয় ও ৪টি চারের সাহায্যে ৯০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তিনি।
তার বিরুদ্ধে আনা ধোনির একের পর এক রণনীতিকে আজ ব্যর্থ প্রমান করেন তিনি। সে করন শর্মার লেগস্পিন হোক বা দীপক চাহার, স্যাম ক্যুরানদের জোরে বোলিং। ভাল সাথ দেন শিবম দুবেও। মাত্র ১৪ বলে ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২২ রানের দুরন্ত ক্যামিও খেলেন তিনি। মুলত এই সুন্দর ব্যাটিংয়ের দৌলতেই নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে ব্যাঙ্গালোর।
যদিও ১৭০ রানের টার্গেট অন্য ময়দানে তেমন বড় নয় কিন্তু দুবাইয়ের এই ময়দানে এই টার্গেট চেস করে জিততে হলে যথেষ্ট ভালো ব্যাটিং করতে হবে সিএসকেকে। অন্যদিকে থাকবেন নবদীপ সাইনি, যুবেন্দ্র চাহাল, ক্রিস মরিসের মত বোলাররা। তাই মোটেই সহজ হবে না চেন্নাইয়ের পক্ষে এই ম্যাচে জয় তুলে নেওয়া।
.