দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল পাঞ্জাবির বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের মূল কান্ডারী ছিলেন তিনি। ১৮ তম ওভারে নিকোলাস পুরান এবং সিমরনকে ফিরিয়ে পাঞ্জাবের পকেটে চলে যাওয়া ম্যাচ কলকাতার ঝুলিতে ফিরিয়ে নিয়েছিলেন ক্যারিবিয়ান এই তারকা। কিন্তু এবার আবার প্রশ্ন উঠল তার বোলিং অ্যাকশন নিয়ে। ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী ক্রিকেটের নিয়ম লঙ্ঘন করেছেন সুনীল নারিন।
বোলিংয়ের ক্ষেত্রে ১৫ ডিগ্রী অ্যাঙ্গেলের বেশি বোলিং আর্ম বেন্ড করাকে ক্রিকেটের নীতিবিরুদ্ধ বলে ধরা হয়। আম্পায়ারদের মতে কাল পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে বলের গতি বাড়াতে যে অ্যাকশন ব্যবহার করেছেন নারিন, তা মোটেই ক্রিকেটের বিধিসম্মত নয়।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও আইপিএলের খেলার সময় এই সাবধান বাণী শুনতে হয়েছে সুনীল নারিনকে। যার ফলে নিজের বোলিং অ্যাকশনকে বিধিসম্মত করে তুলতে বেশ কিছু পরিবর্তনও করেন তিনি। আইপিএল ২০২০-তেও একই অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
আরও পড়ুনঃ রোলার কোস্টার ম্যাচে ‘কাবিলে তারিফ’ জয় কলকাতার, নারিনের নাগপাশে বদ্ধ পাঞ্জাব
এবারও আম্পায়ারদের তরফ থেকে মূলত তাকে সাবধান করে দেওয়া হয়েছে। কিন্তু এই একই দৃশ্যের যদি আবার পুনরাবৃত্তি করেন নারিন,তবে বল চ্যাকিংয়ের অভিযোগে দলের বাইরে বসতে হতে পারে তাকে। কারণ বস্তুত বোলিং করতে পারবেন না তিনি।
এ সম্পর্কে এখনও সুনীল নারিনের কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিবৃতি আসেনি কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে। কিন্তু কালকের ম্যাচে অবিশ্বাস্য রুদ্ধশ্বাস জয়ের পর কলকাতা ফ্যানদের কাছে এজে একটা বড় দুঃসংবাদ তা নিয়ে কোন সন্দেহ নেই।